Published : Oct 22, 2020, 01:16 PM ISTUpdated : Oct 22, 2020, 01:44 PM IST
বলিউডের মোস্ট ব্যাচেলর হিরোর নাম বলতে গেলে সবার প্রথমেই রয়েছে সলমন খান। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই অপরাধের কারণে জেলে যেতে হয়েছিল সলমনকে। কারাগারে থাকাকালীন কীভাবে সময় কাটাতেন সলমন, জানলে অবাক হবেন।
সম্পর্ক, বিচ্ছেদ-সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে বচ্চন বধূ। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।