চিনতে পারছেন 'বালিকা বধূ'-কে, ১৩ কেজি ওজন কমিয়ে 'ফ্যাট টু ফিট' আনন্দী

Published : Oct 30, 2020, 01:19 PM IST

বালিকা বধূর ছোট্ট আনন্দীর কথা কার না মনে আছে।  ছোটখাটো বাচ্চা মেয়েটি সকলের মনে জায়গা করে নিয়েছিল নিমেষের মধ্যে। অভিকা গর এবার তাক লাগাচ্ছেন সেক্সি ফিগারে। ফ্রেঞ্চ ফ্রাই থেকে বার্গার- কোনওদিকে তাকাননি ছোট্ট আনন্দী। সম্প্রতি ১৩ কেজি ওজন ঝরিয়ে ফ্যাট টু ফিট-এ নজর কেড়েছেন অভিকা। কীভাবে এত কেজি ওজন কমিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠলেন বালিকা বধূ, খোলসা করলেন নিজেই।

PREV
19
চিনতে পারছেন 'বালিকা বধূ'-কে, ১৩ কেজি ওজন কমিয়ে 'ফ্যাট টু ফিট' আনন্দী


ফ্যাট টু ফিট। এটাই হল  আনন্দীর ফিটনেস মন্ত্র। সম্প্রতি ১৩ কেজি ওজন কমিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে নেটিজেনদের নজর কেড়েছেন আনন্দী। 

29


নিজের ওজন কমানোর এই যাত্রা যে খুব সহজ ছিল না, তা নিয়ে বিস্তারিত একটি পোস্ট করেছেন অভিকা।

39


আনন্দী জানিয়েছেন, এক বছর আগে তার নিজের চেহারা আয়নায় দেখতে তার বিরক্ত লাগত। কারণ সারা শরীরে মেদ ঝমে ওজন বেড়ে গিয়েছিল অনেকটাই।

49

অতিরিক্ত ওজন ও বাড়তি মেদ ঝরাতেই ওয়ার্কআউট শুরু করেন অভিনেত্রী। বিশেষত, নিজেকে সুস্থ রাখার জন্যই এই সিদ্ধান্ত নেন আনন্দী।

59


অভিকা জানিয়েছেন, নিজেকে একবার আয়নায় দেখে কেঁদে ফেলেছিলেন, তারপরই থেকেই শুরু হয় কঠিন কসরত।

69

ওয়ার্কআউট তার সঙ্গে ডায়েট এই দুটো করেই মাত্র ১ বছরের মধ্যেই নিজেকে অন্য অবতারে মেলে ধরেছেন ছোট্ট আনন্দী।

79

বালিকা বধূ ছাড়াও সসুরাল সিমরকা ধারাবাহিকে রোলির চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। ছোটপর্দাতেই শুধু নয় সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় আনন্দী।

89

ধারাবাহিক ছাড়াও তেলেগু ছবিতেও অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছেন অভিকা।

99

 অভিনয় ছাড়াও ফিল্ম মেকিং নিয়েও আগ্রহ রয়েছে অভিকার।

click me!

Recommended Stories