OMG, কী কারণে সঞ্জয়ের দেওয়া ১০০ কোটির আলিশান চার ফ্ল্যাট রাতারাতি ফিরিয়ে দিলেন মান্যতা

মারণ ভাইরাস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেনন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোর-এ ছিল ফুসফুসের ক্যান্সার।বলি অভিনেতা সঞ্জয় দত্ত  অসুস্থতার খবরে সকলেই চিন্তিত হলেও কয়েক মাস আগেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন অভিনেতা। আসন্ন একাধিক ছবি নিয়ে ব্যস্ত সঞ্জু বাবা। সম্প্রতি স্ত্রী মান্যতাকে চারটি আলিশান ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু ১০০ কোটি মূল্যের  সবকটি ফ্ল্যাট ফিরিয়ে দিলেন মান্যতা। জানুন কেন।

Riya Das | Published : Feb 4, 2021 9:24 AM IST / Updated: Feb 04 2021, 02:55 PM IST
19
OMG, কী কারণে সঞ্জয়ের দেওয়া ১০০ কোটির আলিশান চার ফ্ল্যাট রাতারাতি  ফিরিয়ে দিলেন মান্যতা

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি স্ত্রী মান্যতাকে চারটি আলিশান ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত।

29


কিন্তু ১০০ কোটি মূল্যের  সবকটি ফ্ল্যাট ফিরিয়ে দিলেন মান্যতা। গত ডিসেম্বরেই  আলিশান চার ফ্ল্যাট উপহার দিয়েছিলেন মান্যতাকে।  কিন্তু কী এমন ঘটল যে সবকটি ফ্ল্যাট ফিরিয়ে দিলেন স্ত্রী।

39


সরকারের মতে এই ফ্ল্যাটগুলির দাম ২৬.৫ কোটি টাকা। কিন্তু ব্রোকারদের দাবি, এই ফ্ল্যাটগুলির মার্কেট ভ্যালু ১০০ কোটি টাকারও বেশি।

49

মুম্বইয়ের পালি হিলস-এর ইম্পেরিয়াল হাইটস বিল্ডিং-এ এই ফ্ল্যাটগুলি কিনেছিলেন  সঞ্জয় দত্ত। 

59


চারটি ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটই ছিল চতুর্থ ও পঞ্চম তলায় এবং বাকি দুটি ছিল ১২ ও ১৩ তম তলে।

69


১০০ কোটির আলিশান ফ্ল্যাটগুলি ঠিক কী কারণে রাতারাতি ফিরিয়ে দিয়েছেন মান্যতা তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয় নিয়ে স্পিকটি নট সঞ্জয় দত্ত।

79


উল্লেখ্য, দেখতে দেখতে ১২ বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন মান্যতা।

89

 ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি সঞ্জয়কে বিয়ে করেন মান্যতা। গোয়ায় আইনি মতে বিয়ে সেরেছিলেন সঞ্জয় মান্যতা।

99

বিয়ের ২ বছর পর যমজ দুই সন্তান হয় মান্যতা ও সঞ্জয়ের।

Share this Photo Gallery
click me!

Latest Videos