'রণবীর যে ধরনের ছবি করে, তা দিয়ে বেশিদিন টেকা যাবে না', সাফ জানিয়ে ছিলেন সঞ্জু
রণবীর কাপুর, পর্দায় যিনি একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন, তাঁর কেরিয়ার নিয়েই কড়া সমালোচনায় মেতে ছিলেন সঞ্জয় দত্ত। তবে সেই অভিনেতার চরিত্রে অভিনয় করেই তাক লাগিয়ে ছিলেন রণবীর। কিন্তু তাঁকেই অভিনয়ের পাঠ পড়িয়ে ছিলেন সঞ্জয় দত্ত।
Jayita Chandra | Published : Apr 10, 2020 9:38 PM / Updated: Apr 10 2020, 10:10 PM IST
রণবীর কাপুর প্রতিটা মুহূর্তে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন। কিন্তু তাঁরই কেরিয়ার নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন সঞ্জয় দত্ত।
এই ছবি বক্স অফিসে বিস্তর সাফল্য লাভ করেছে। তবে সঞ্জয় দত্তের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক এক সময় মোটেই ভালো ছিল না।
এরই কয়েকদিন পর সঞ্জু ছবি মুক্তি পায়। তারই কয়েকদিন আগে এক সাংবাদিক সাক্ষাৎকারে রণবীরের কেরিয়ারপ নিয়ে একাধিক মন্তব্য করেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রণবীর কাপুর। প্রথম থেকেই এই ছবি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।
তবে সঞ্জয় দত্তর মতে রণবীর কাপুর যে ধরনের অভিনয় করে থাকেন, তা দিয়ে তিনি বেশি দুর এগোতে পারবেন না।
সঞ্জয় দত্ত জানান, তিনি নিজে, সলমন খান, অজয় দেবগণের দর্শকেরা কেন এত দিন মনে রেখেছেন, কারণ তাঁরা অ্যাকশন ছবিতে অভিনয় করেন।
এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি আরও বলেন , যে ধরনের ছবি রণবীর করছেন তা মোটেই ঠিক নয়।
বরফির মত ছবিতে অভিনয় করা উচিত হয়নি। তাঁর নিজের জ্যঁর পরিবর্তন করা উচিত। তাঁর এই কথা শোনার পরও কোনও মনেতব্যই করেননি রণবীর।
এরপরও সঞ্জুর মত ছবিতে অভিনয় করে রণবীর নিজের ক্ষমতা প্রমাণ করে দেন। যদিও এই মন্তব্যের পর রণবীরের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিল।
পরবর্তীতে তা নিজেই সামলে নেন সঞ্জয় দত্ত। তবে সম্পর্কের গভীরতা আর ছুঁতে পারেনি পুরোনমো আবেগ।