সম্প্রতি আসন্ন ছবি 'আতরাঙ্গি রে' প্রচারে গিয়েছিলেন সারা আলি খান। আনন্দ এল রাই পরিচালিত ছবির 'চকাচক' গানের লঞ্চে গিয়েছিলেন সারা আলি খান। সেখানে উপস্থিত ছিলেন পাপারাৎজিরা। এবং সারাকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন পাপরাৎজিরা। সেখানেই একজনকে ঠেলা দেন সারার দেহরক্ষী। যা দেখা মাত্রই রেগে আগুন হয়ে যান সারা আলি খান (Sara Ali Khan)।