করিনাকে বিয়ে করছি, মেয়েকে সইফ বলার পরই এ কী প্রশ্ন করেছিলেন সারা, খোলসা করলেন নিজেই

সারা আলি খানও সইফ আলি খান, ছোট থেকেই এই বাপ-বেটির জুটি হিট। একে অন্যের সঙ্গে মাঝে মধ্যে সময় কাটাতেন বেশ কিছুটা। সইফের প্রিয় কন্যা বাবার সঙ্গে বরাবরই খোলামেলা আলোচনা করে থাকতেন। আর সইফও কিছুই লোকাতেন না সারার কাছ থেকে। এমনই সময় একদিন সইফ সারাকে বলে বসেন তিনি করিনাকে বিয়ে করতে চান, কী প্রতিক্রিয়া ছিল সারার... 

Jayita Chandra | Published : Jan 18, 2021 3:48 AM IST / Updated: Jan 18 2021, 01:02 PM IST
110
করিনাকে বিয়ে করছি, মেয়েকে সইফ বলার পরই এ কী প্রশ্ন করেছিলেন সারা, খোলসা করলেন নিজেই

করিনা কাপুর, বলিউডে প্রথম ঝড় তুলেছিলেন পু লুকে, করিনার ভক্তদের সেই দৃশ্য ভোলার কথা নয়, ছবির না কাভি খুশি কাভি গম। 

210

সারা আলি খানও ভোলেননি। তাঁকে বলা হয়েছিল করিনা কাপুরের  সেই লুকেই তিনি ফ্যান হয়ে গিয়েছিলেন করিনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সারা। 

310

সেখানেই সারা সাফ জানিয়েছিলেন, যখন তিনি প্রথম জানতে পারেন করিনা কাপুরকে সইফ বিয়ে করতে চলেছেন, তখন তাঁর প্রতিক্রিয়া কী হয়। 

410

সারার কথায় তাঁর বাবা তাঁর থেকে কোনও দিন কিছুই লোকাতেন না। সব সময় সব কিছু শেয়ার করতেন। সেবারও তেমনটাই করেছিলেন। 

510

সইফ নিজে এসে সারাকে জানিয়েছিলেন যে, তিনি করিনা কাপুরকে বিয়ে করতে চলেছেন। শুনে সারার মনে এসেছিল একটাই প্রশ্ন! 

610

তিনি বিয়েতে কী পড়বেন। মানে তাঁর ড্রিম অভিনেত্রী, বলিউড ডিভা করিনা তাঁর পরিবারে আসতে চলেছে। 

710

এই বিষয় সারার মাও ছিলেন খুব খোলামেলা। সারা নিজেই বলেন, তাঁর মায়ের কাছে ছুঁটে গিয়েছিলেন তিনি, একটাই প্রশ্ন করতে, তিনি কি পরবেন। 

810

অমৃতাও সারার সঙ্গে ভাবতে বসে গিয়েছিলেন, ঠিকই তো কি পরানো যায় সারাকে, এভাবেই তিনি সেলিব্রেট করেছিলেন তাঁর পরিবারে বেবোর প্রবেশ। 

910

সইফের জীবনে যখন করিনা আসে, অনেকেরই মনে প্রশ্ন ছিল করিনাকে কীভাবে গ্রহণ করবে সইফের সন্তানেরা। তখনই সামনে আসে খবর, সারা নিজেই বাবাকে সাহায্য করছে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে। 

1010

কোনও দিন কখনও আপত্তি আসেনি পরিবার থেকে। কখনও সমস্যা সৃষ্টি করেনি সারা ও তাঁর ভাই ইব্রাহিম। এখনও তিনি ঠিক ততটাই আইডম মনে করেন করিনাকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos