২০২০ সালে যাঁদের সাত পাকে বাধা পড়ার কথা ছিল সেই তালিকা থেকে অনেকেই বাদ পড়েছিলেন। যার মধ্যে একটি নাম হল আলিয়া-রণবীর।
রাজকীয় বিয়ের উৎসব সাজিয়ে তুলতে অপেক্ষায় পলক গুণছিলেন সকলেই। এবার নতুন বছর পড়তে না পড়তে মুহূর্তে ভাইরাল হয়ে উঠছে একের পর এক বিয়ের সংবাদ।
মালাইকা অর্জুনের পর এবার ভাইরাল হয়ে উঠলেন মৌনি রায়। মাঝে মধ্যে তাঁর প্রেমিককে নিয়ে নানা খবর উঠে আসে বিটাউনে।
দীর্ঘ দিন ধরে গোপনে প্রেম পর্ব চালাচ্ছেন মৌনি রায়। সিনে জগতে পা রাখার সময় থেকেই সম্পর্ক চলছে মৌনির।
তাঁর প্রেমিকের নাম সূরজ নাম্বিয়ারের। তাঁক সঙ্গে দেখা করার জন্যই মাঝে মধ্যে দুবাইতে পারি দিয়ে থাকেন মৌনি।
গোপনে সেরেছেন বাগদান পর্বও। সোশ্যাল মিডিয়ায় নিজের আংটির ছবিও শেয়ার করে নিয়েছিলেন মৌনি।
সূরজ নাম্বিয়ারের পরিবারের সঙ্গে দেখা করতে এখন মাঝে মধ্যেই পারি দিচ্ছেন মৌনি দুবাইতে। সেখানেই চলছে কথাবর্তা। এমনটাই জল্পনা তুঙ্গে বিটাউনের অন্দরমহলে।
সব ঠিকঠাক চললে চলতি বছরই সাত পাকে বাধা পড়বেন এই জুটি। শুরু হয়েছে প্রস্তুতি, শীঘ্রই স্থির হবে বিয়ের দিন, এমনটাই জল্পনা।
যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি মৌনি রায়। তাই সঠিক কবে বিয়ে, কোন পথে প্রস্তুতি তা এখনই স্পষ্ট জানা যাচ্ছে না।
Jayita Chandra