এই কন্যা এখন বলিউডের সারা জাগানো মুখ, চিনে নিন এই স্টারকিডকে

বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি স্টারকিডদের নিয়েও নেটিজেনদের প্রবল আগ্রহ রয়েছে। কখন কোন খুনসুটিতে তারা মেতে রয়েছেন সেখান থেকে যেন চোখ সরে না পাপরাৎজির। যদিও 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। সদ্যই নিজের ছোটবেলায় ফিরে গিয়েছেন সারা। যদিও মাঝেমধ্যেই নিজের থ্রোব্যাক ছবি শেয়ার করেন অভিনেত্রীরা। পুরোনো ছবির মধ্যে জড়িয়ে থাকা হাজারোও মলিন স্মৃতি। আর সেই স্মৃতিকেই উল্টে দেখতে ছোটবেলার নস্ট্যলজিয়ায় ফিরে গেছেন অভিনেত্রী। একনজরে দেখে নিন সারার ছোটবেলার নানা মুহূর্তের ছবিগুলি।

Riya Das | Published : Jan 13, 2020 1:01 PM / Updated: Jan 13 2020, 01:03 PM IST
112
এই কন্যা এখন বলিউডের সারা জাগানো মুখ, চিনে নিন এই স্টারকিডকে
গোলাপি রঙের ফ্রক পরে মুভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেত্রীর ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
212
বাবা সইফ আলি খানের সঙ্গে খুনসুটিতে মেতেছেন সারা। কখন বাবাকে চুমু খেয়ে আবার কখনও বাবার কাধে চেপে আনন্দে মত্ত সারা।
312
রাজস্থানী ঘাগরা পরে, রাজস্থানী সাজে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেনে সারা। নাচের পোজে এই ছবিও দারুণ ভাইরাল হয়েছিল।
412
অভিনেত্রীরা প্রত্যেকেই ফিরে যেতে চান শৈশবে। প্রায়শই নিজেদের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করেন তারা। তা দেখার জন্য ভক্তদের আগ্রহও অনেক বেশি।
512
পোস্ট করা পর থেকেই ১২ লক্ষ ইউজার লাইক করেছে সেই পোস্ট। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে লাইকের সংখ্যা।
612
অভিনেত্রীর সারা আলি খানের ছবি দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গেছেন। ছবি দেখে সারাকে 'কিউট' বলে সম্বোধন করেছেন।
712
ছোটবেলার ফিরে গিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। ছোটবেলার বিশেষ ছবি পোস্ট করে আবারও ভাইরাল হলেন সারা।
812
যদিও এই প্রথম নয়, মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সারার ছোটবেলার নানা মুহূর্তের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
912
সদ্য হয়ে যাওয়া ক্রিসপার্টি থেকে তৈমুরের জন্মদিন সবতেই নিজের হটকে লুকে নজরে এসেছিলেন সারা।
1012
একের পর এক হট ফটোশ্যুটে পুরুষদের ঘুম উড়িয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফটোশ্যুটের ছবি দিয়ে তিনি হৈ চৈ ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
1112
বাবার দাড়ি কাটাতেও সাহায্য করছেন সারা। ইতিমধ্যেই স্টারকিড তকমা ঝেড়ে তরুণের উর্বশী হয়ে উঠেছেন সারা।
1212
বছরের শুরুতেই স্যুইমিংপুলের মধ্যে বিকিনি লুকে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। শীতের আমেজে উষ্ণতার পারদ যেন ক্রমশ বাড়ছে। আপাতত 'কুলি নম্বর ওয়ান' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন সারা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos