অজান্তেই নাচ দেখিয়ে পথে ভিক্ষে করেছিলেন সারা, তথ্য ফাঁস হতেই ভাইরাল সইফ কন্যা

Published : Sep 22, 2020, 11:34 AM IST

সারা আলি খানের অতীত যতবারই সামনে এসেছে, ঠিক ততবারই তা সকলের নজর কেড়ে। কখনও সামনে উঠে এসেছে তাঁর শরীরের গরন নিয়ে নানা তথ্য, কখনও আবার সারার অতীত ঘিরে থাকা নানা ছোট খাটো গল্প হয়ে উঠেছিল ভাইরাল। একবার তেমনই এক গল্প শেয়ার করে ভাইরাল হয়েছিলেন  সারা আলি খান...

PREV
18
অজান্তেই নাচ দেখিয়ে পথে ভিক্ষে করেছিলেন সারা, তথ্য ফাঁস হতেই ভাইরাল সইফ কন্যা

সইফ কন্যা সারা আলি খান, সিনে দুনিয়ায় পা রাখার পর থেকেই একের পর এক হেডলাইনে জায়গা করে নিয়েছেন। 

28

স্টানিং অভিনয় থেকে শুরু করে তাঁর হট লুক, এক কথায় ঝড় তুলেছে নেট দুনিয়ায়। তবে তাঁর অতীত জুড়ে রয়েছে হাজারও গল্প।

38

তবে এক সাক্ষাৎকারে ছোটবেলার যে ইতিহাস সারা আলি খান প্রকাশ্যে এনেছিলেন তা শোনা মাত্রই মুহূর্তে অবাক হয়েছিল ভক্তমহল। 

48

এবার নাকি সারা আলি খান রাস্তায় নাচ দেখিয়ে পয়সা পেযেছিলেন, বিস্ফোরক হলেও এটাই সত্যি। 

58

তবে পেছনের গল্পটা খানিক আলাদা। একবার বাবা সইফ ও মা অমৃতার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন সারা। 

68

মা-বাব দুজনেই দোকানের ভেতরে কিছু কিনতে ঢুকেছিলেন। বাইরে পরিচারিকার সঙ্গে অপেক্ষায় ছিলেন সারা।

78

কিছুক্ষণ পর সারা লক্ষ্য করেন, তিনি আপন মনে নাচতে শুরু করেছেন। তা দেখা মাত্রই এক পথচারী তাঁকে দেখে ভাবে টাকা রোজগারের জন্য সে নাচচে। 

88

অতএব, তিনি পকেট থেকে টাকা বার করে দিয়ে দেন সারাকে। কিছুক্ষণ পর সারা সমস্ত ঘটনাটা বুঝতে পারেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories