ঐশ্বর্যর সেক্সি লাল ঠোঁটের আড়ালে রয়েছে এই গোপন রহস্য, কীভাবে পেতে পারেন আপনিও

Published : Jun 09, 2020, 11:25 AM ISTUpdated : Jul 03, 2020, 04:10 PM IST

শরীরী সৌন্দর্য থেকে ফ্যাশন স্টেটমেন্ট সবেতেই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  তার নীলমণির সৌন্দর্যে বুঁদ নেটিজেনরা। কিন্তু জানেন কি তার সৌন্দর্যের পিছনে এমন অনেক জাদুকাঠি রয়েছে যা সহজেই আপনিও করতে পারেন। ঐশ্বর্য সেক্সি লাল ঠোঁটের আড়ালেও রয়েছে গোপন রহস্য। লাল রঙ সর্বদাই অনেক বেশি আকর্ষণ করে। রাই সুন্দরীর মতো লাল ঠোঁট পেতে গেলে অবশ্যই দেখে নিন সহজ কিছু ট্রিকস।  

PREV
111
ঐশ্বর্যর সেক্সি লাল ঠোঁটের আড়ালে রয়েছে এই গোপন রহস্য, কীভাবে পেতে পারেন আপনিও

 কোনও না কোনও কারণে বারংবার শিরোনামে থাকে ঐশ্বর্যর নাম। তাকে নিয়েই সর্বদাই সরগরম পেজ-থ্রির পাতা। 

211

অভিনয় থেকে রিলেশন সবসময়েই  তাকে নিয়ে  উত্তাল নেটদুনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। 

311

এবার কোনও অভিনেতার সঙ্গে   নাম জড়ায়নি ঐশ্বর্য রাই বচ্চনের। বরং তার অপার সৌন্দর্যের পিছনে লুকিয়ে থাকা রহস্য জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

411


ঐশ্বর্য সেক্সি লাল ঠোঁটের জন্য অনেকেই পাগল। কীভাবে পেতে পারেন রাই সুন্দরীর মতো লাল টুকটুকে ঠোঁট, যা সহজেই আকৃষ্ট করবে সকলকে।

511

লাল এমনই  একটি রঙ যা শুধু দেখতেই ভাল লাগবে না। বরং এর পাশাপাশি ত্বককে এবং দাঁতকেও উজ্জ্বল দেখাবে।

611

লাল রঙের শুধু আর্কষণ করার জন্যই নয়, লাল রঙ প্রয়োগ করার আগে বেশ কয়েকটি জিনিস মানতে হবে। লাল রঙের লিপস্টিক ব্যবহার করার আগে নিজের ত্বকের শেড অনুযায়ী কনসিলার লাগিয়ে নিন।

711

রাই সুন্দরীর মতো নিজের ঠোঁটকে আর্কষণীয় করতে ঠোঁটটিকে প্রথমে আউটলাইনার দিয়ে এঁকে নিন।  

811


আউটলাইনার দিয়ে ঠোঁট সুন্দর করে এঁকে নেওয়ার পরে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিন। চাইলে তার উপর লিপগ্লসও লাগাতে পারেন।

911

লিপস্টিক ম্যাট না নর্মাল লাগাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। নিজের ড্রেসের সঙ্গে ম্যাচ করেই সেটা লাগিয়ে নিন।

1011

কিন্তু লিপস্টিক গাঢ় লাগালে চোখের মেক আপ হালকা রাখুন।

1111

যেটা ঐশ্বর্য রাই করে থাকেন। তাহলেই দেখবেন ঐশ্বর্যর মতো লাল ঠোঁট আপনিও হয়ে উঠবেন আকর্ষণীয়।

click me!

Recommended Stories