প্রথম আয় ৫০ টাকা, বর্তমানে পৃথিবীর সেরা ১০ ধনী তারকাদের মধ্যে অন্যতম শাহরুখ

ধারাবাহিকে মাত্র ৫০ টাকার বিনিময়ে কাজ শুরু করেছিলেন শাহরুখ খান। যাঁর বর্তমান সম্পর্তির আর্থিক মূল্য শুনে অনেকেই অবাক হয়ে যান। শাহরুখ, বিনোদন জগতের বাইরে থেকে এসে পা রেখেছিলেন বলিউডে। সেখান থেকে আজ তিনি সেরা দশ ধনী অভিনেতাদের মধ্যে একজন। 

Jayita Chandra | Published : Aug 21, 2020 11:18 AM IST / Updated: Aug 21 2020, 05:35 PM IST
18
প্রথম আয় ৫০ টাকা, বর্তমানে পৃথিবীর সেরা ১০ ধনী তারকাদের মধ্যে অন্যতম শাহরুখ

বলিউডে দীর্ঘদিন ধরে রাজ করে আসছে তিন খান। যার মধ্যে স্টারকিডের তকমা নিয়ে বলিউডে পা রেখেছেন সলমন খান। 

28

শাহরুখ খানের স্বপ্নপূরণের গল্পটা বেশ খানিকটা আলাদা। বড় পর্দায় নয়। অভিনয় জগতে পা রাখা ছোটপর্দা দিয়েই। সার্কাস ধারাবাহিকে অভিনয়ের প্রথম সুযোগ। 

38

প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। যেখানে সলমন খান কেরিয়ার শুরু করেছিলেন ৩০ হাজার টাকা দিয়ে। 

48

বর্তমানে বলিউডের সেই বাদশাই তাক লাগালেন সকলের। বিশ্বের সেরা দশ ধনী অভিনেতার তালিকাতে নাম লেখালেন তিনি। 

58

যদিও বক্স অফিস হিট তার থেকে অনেক বেশি দিয়েছে সলমন খান ও আমির খান। কিন্তু শাহরুখ খানের অর্ধেক আয় হয়েছে অভিনয় জগতের পাইরে। 

68

যার মধ্যে রয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করা, ব্রান্ডিং, প্রমোশন প্রভৃতি। বর্তমানে শাহরুখ খান প্রায় সাড়ে ৪৪০০ কোটি টাকার মালিক। যেখানে সলমনের সম্পত্তি ২০০০ কোটির কিছু বেশি। 

78

তাঁর বাড়ির দাম শুনেই তচোখ কপালে ওঠে ভক্তদের। ১০০ বছরের পুরোনো মান্নতের দাম ২০০ কোটি টাকা। শাহরুখ খান একাধিক সংস্থাতে তাঁর এই টারকা বিনিয়োগ করে রেখেছেন। 
 

88

চোখ ধাঁধানো বাড়িই শুধু নয়, শাহরুখ খানের ভান্ডারে রয়েছে একাধিক দামী গাড়িও। যে তালিকাতে পড়ে বিএমডাব্লিউ, অডি গাড়ির লাইন লেগেই রয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos