শাহরুখের ১৯, গৌরী ১৪, নাইট ক্লাবেই প্রথম চোখাচোখি, ধর্ম আলাদা, সাফ না জানিয়েছিল শাহরুখ-গৌরী পরিবার

Published : Feb 03, 2021, 02:33 PM IST

শাহরুখ খানের জীবনে জড়িয়ে থাকা লাভ স্টোরি, এক কথায় বলতে গেলে রোম্যান্সের কিং নিজে কীভাবে রোম্যান্সের ফাঁদে পড়েছিলেন তা এক কথায় ইতিহাস। বয়স তখন বেশ কম, প্রথম দেখাতেই গৌরীকে দিয়ে ফেলেছিলেন মন। 

PREV
19
শাহরুখের ১৯, গৌরী ১৪, নাইট ক্লাবেই প্রথম চোখাচোখি, ধর্ম আলাদা, সাফ না জানিয়েছিল শাহরুখ-গৌরী পরিবার

দিল্লির এক পার্টিতে গৌরীকে প্রথম দেখেন শাহরুখ খান। গৌরীর তখন বয়স ১৪ বছর। এক বন্ধুর সঙ্গ ছিলেন তিনি ডান্স ফ্লোরে। 

29

এরপরই শুরু হয় মন দেওয়া নেওয়ার পালা। আলাপ থেকে শুরু করে বন্ধুত্ব তারপর প্রেম। পাল্লা দিয়ে চলতে থাকে সব কিছুই। 

39

তবে বাড়ি থেকে কিছুই গোপন করতে চাননি তাঁরা। তাই দুজনেই নিজের নিজের পরিবারকে জানিয়েছিলেন তাঁদের মনের কথা। 

49

কিন্তু বাদ সাধে তাঁদের ধর্ম। গৌরী ও শাহরুখ খানের ধর্মই আলাদা। আর এই কারণ বশত তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি সময় মত। 

59

তাতে বিন্দু মাত্র দমে যায়নি তাঁদের প্রেম। বরং নিজেদের প্রতি বিশ্বাস রেখে কেরিয়ারের লক্ষ্যে পা বাড়িয়েছিলেন দুই তারকা। 

69

তবে যে চরিত্র বলে ছয় দিন ল্যারকি ইন, সেই অভিনেতা রিয়েল লাইফে মোটেও পারেননি মনের কথা খুলে বলতে। 

79

প্রথম দেখাতে কথাই বলে উঠতে পারেননি। বাড়ে বাড়ে দেখা হলেও তাঁদের মধ্যে কথা হত না। দুজনেই তখন স্কুলে। 

89

এরপর শাহরুখ জোগার করেছিলেন গৌরীর বাড়ির ফোন নম্বর। সেখান থেকেই শুরু হয় তাঁদের আলাপ পর্ব। সম্পর্কের জল গড়াতে সময় নিয়েছিল বেশ খানিকটা। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories