সানি-শাহরুখের ঠান্ডা যুদ্ধে ইতি টানলেন খোদ বাদশাহ, নেপথ্যে নব্বইের ব্লকবাস্টার 'দামিনী'

শাহরুখ খানের সঙ্গে সানি দেওলের ঠান্ডা লড়াই কারও অজানা নয়। ডর ছবির একটি দৃশ্য শ্যুট করার পর থেকেই তাঁদের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। যদিও শাহরুখের সঙ্গে সরাসরি কোনও সমস্যা বাঁধেনি। কথোপকথনও হয়নি দুই হিরোর মধ্যে। বরং যশ চোপড়ার সঙ্গে দৃশ্যটির বিষয় কথা বলতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ডর ছবিটি শাহরুখ অবসেসিভ প্রেমিক হিসেবে দেখানো হয়েছিল, যে জুহি চাওলা অর্থাৎ ছবির হিরোইনের জন্য মানুষ খুন করতে পিছপা হয় না। যে ব্যক্তি তার এবং নায়িকার মাঝে আসবে তাকে অনায়াসেই নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার ক্ষমতা রাখে। সানি দেওলের মতে একজন ভিলেনকে ছবিতে গ্লোরিফাই করা উচিত নয়। সেই সময় থেকেই শুরু এই ঠান্ডা লড়াই। এবার বোধহয় এই যুদ্ধে ইতি টানলেন শাহরুখ খান। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন খোদ বাদশাহ।

Adrika Das | Published : May 12, 2020 6:51 AM IST
110
সানি-শাহরুখের ঠান্ডা যুদ্ধে ইতি টানলেন খোদ বাদশাহ, নেপথ্যে নব্বইের ব্লকবাস্টার 'দামিনী'

১৯৯৩ সালে দামিনী ছবি ব্লকবাস্টার ছিল। সানি দেওল এবং মীনাক্ষী শেষাদ্রির অভিনীত এই ছবি আজও দর্শকের মনের মণিকোঠায়। নব্বইয়ের দশকে দাঁড়িয়ে এমন ছবি তৈরি করতে পারা অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছে।

210

সেই সুপারহিট ছবি দামিনীর রিমেক করতে চান সানি দেওল। বহুদিন ধরেই এ বিষয় ভাবছেন সানি।

310

নিজের ছেলে করণ দেওলের সঙ্গে ছবির রিমেক করবে বলেই ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি।

410

তবে ছবির রাইটস পড়েছিল শাহরুখ খানের হোম ব্যানার রেড চিলিস এন্টারটেনমেন্টের কাছে।

510

যে অভিনেতার সঙ্গে টানা ষোলো বছর কথা বলেননি সানি, তাঁর কাছ থেকে দামিনী ছবির রাইটস নেবেন কীকরে।

610

সানি দেওল স্বয়ং গিয়ে যে ছবির রাইটস চাইবেন না তা শাহরুখ জানতেন। অথচ দামিনী ছবিটি সানির কেরিয়ার জীবনে অন্যতম শ্রেষ্ঠ ছবির মধ্যে একটি।

710

শাহরুখের কান অবধি রিমেকের খবরটি পৌঁছতেই বিশেষ উদ্যোগ নিয়ে বসলেন কিং খান। 

810

নিজেই ছবির রাইটস নিয়ে পৌঁছে গেলেন সানি দেওলের বাড়িতে, তাও কোনও খবর দেওয়ার আগে নিয়ে।

910

নিজে হাতে দামিনী ছবির রাইটস দিয়ে এলেন সানি দেওলের কাছে। যদিও সানির সঙ্গে শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল কিনা সে বিষয় কিছু জানা যায়নি।

1010

শাহরুখের সঙ্গে সানির সম্পর্কের তিক্ততায় ইতি টানলেন খোদ বাদশাহ। তবে সানি কতটা উদ্যোগ নেবেন সে নিয়েই উঠছে প্রশ্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos