শাহরুখ খানের সঙ্গে সানি দেওলের ঠান্ডা লড়াই কারও অজানা নয়। ডর ছবির একটি দৃশ্য শ্যুট করার পর থেকেই তাঁদের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়। যদিও শাহরুখের সঙ্গে সরাসরি কোনও সমস্যা বাঁধেনি। কথোপকথনও হয়নি দুই হিরোর মধ্যে। বরং যশ চোপড়ার সঙ্গে দৃশ্যটির বিষয় কথা বলতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। ডর ছবিটি শাহরুখ অবসেসিভ প্রেমিক হিসেবে দেখানো হয়েছিল, যে জুহি চাওলা অর্থাৎ ছবির হিরোইনের জন্য মানুষ খুন করতে পিছপা হয় না। যে ব্যক্তি তার এবং নায়িকার মাঝে আসবে তাকে অনায়াসেই নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার ক্ষমতা রাখে। সানি দেওলের মতে একজন ভিলেনকে ছবিতে গ্লোরিফাই করা উচিত নয়। সেই সময় থেকেই শুরু এই ঠান্ডা লড়াই। এবার বোধহয় এই যুদ্ধে ইতি টানলেন শাহরুখ খান। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন খোদ বাদশাহ।
১৯৯৩ সালে দামিনী ছবি ব্লকবাস্টার ছিল। সানি দেওল এবং মীনাক্ষী শেষাদ্রির অভিনীত এই ছবি আজও দর্শকের মনের মণিকোঠায়। নব্বইয়ের দশকে দাঁড়িয়ে এমন ছবি তৈরি করতে পারা অবশ্যই সাহসিকতার পরিচয় দিয়েছে।
210
সেই সুপারহিট ছবি দামিনীর রিমেক করতে চান সানি দেওল। বহুদিন ধরেই এ বিষয় ভাবছেন সানি।
310
নিজের ছেলে করণ দেওলের সঙ্গে ছবির রিমেক করবে বলেই ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি।
410
তবে ছবির রাইটস পড়েছিল শাহরুখ খানের হোম ব্যানার রেড চিলিস এন্টারটেনমেন্টের কাছে।
510
যে অভিনেতার সঙ্গে টানা ষোলো বছর কথা বলেননি সানি, তাঁর কাছ থেকে দামিনী ছবির রাইটস নেবেন কীকরে।
610
সানি দেওল স্বয়ং গিয়ে যে ছবির রাইটস চাইবেন না তা শাহরুখ জানতেন। অথচ দামিনী ছবিটি সানির কেরিয়ার জীবনে অন্যতম শ্রেষ্ঠ ছবির মধ্যে একটি।