'ও বুদ্ধিমান আর কাউকে বলবেন না', আমির খানকে নিয়ে বেফাঁস মন্তব্য শহরুখের

Published : Mar 24, 2020, 09:28 AM IST

বলিউডে বিভিন্ন সময় তারকারা জড়িয়ে পড়েন বিভিন্ন বিতর্কে। কখনও কারণ হয়ে দাঁড়ায় বেফাঁস মন্তব্য, কখনও কারণ হয়ে দাঁড়ায় পরিস্থিতি। প্রথম সারিতে দাঁয়ে এমনই একাধিক টক্করে সামিল হতে দেখা যায় তারকাদের। 

PREV
110
'ও বুদ্ধিমান আর কাউকে বলবেন না', আমির খানকে নিয়ে বেফাঁস মন্তব্য শহরুখের
প্রথম সারিতে দাঁড়িয়ে একাধিকবার তোপের শিকার হতে হয়েছে শাহরুখ খানকে। প্রথম থেকেই সেই দিকে নজর দিয়ে তারকাদের কথা বলে হয়।
210
মিডিয়ার সামনে প্রতিটা সময়ই ভেবে চিন্তে কথা বলে থাকেন শাহরুখ খান। তাঁরা সকলেই গুণী। কিন্তু তোপের বিপরীতে উত্তর দিতে গিয়েই ঘটে বিপত্তি।
310
ঠিক তেমনটাই ঘটেছিল শাহরুখ খানের ক্ষেত্রে। তিন্ খানের ভক্তদের মধ্যে যতটা লড়াই উপস্থিত, ঠিক ততটাই চাপা উত্তেজনা দেখা যায় তিন খানের মধ্যেও।
410
সেই সূত্রেই শাহরুখ খান বলে বসেছিলেন আমির খানের কোনও বুদ্ধি নেই। যা শোনা মাত্রই ভক্তরা হতবাক হয়েছিলেন।
510
এক সাক্ষাৎকারে শাহরুখ খান সংবাদ মাধ্যমকে জানান, যা বলেছ বলেছ, আর কাউকে বলবেন না, আমির খান বুদ্ধিমান।
610
এই খবর মুহূর্তে পৌঁছে যায় আমির খানের কানে। তিনি শোনা মাত্রই হাসতে শুরু করে। এবং অনেক কিছুই বলতে চান।
710
যদিও এক সময় নিজেকে সামলে নেন আমির খান। মুখ বন্ধ রাখেন তিনি। শাহরুখ সম্পর্কে কিছুই বলেন না।
810
মিডিয়াকে সাফ জানান, আমি কিছু বলব না, আমি কিছুই বলব না। বলেই হাসতে থাকেন আমির খান।
910
যদিও শাহরুখের এই মন্তব্যের পর বেশ কিছুদিন মিস্টার পার্ফেক্টসনিস্ট মুখ ফিরিয়ে ছিলেন কিং খানের থেকে।
1010
শাহরুখ খানও ফিরিয়ে নেননি নিজের মন্তব্য। যার ফলে এই বিতর্ক ঠাণ্ডা হয়ে থেকেই গিয়েছে দুজনের মধ্যে।
click me!

Recommended Stories