Published : Apr 07, 2020, 07:52 PM ISTUpdated : Apr 07, 2020, 09:23 PM IST
বলিউডে তিন খানের মধ্যে অন্তঃবিবাদ নতুন কিছু নয়। তাঁদের মধ্যে একে অন্যকে নিয়ে বড়া বরই চলে ঠাণ্ডা লড়াই। লড়াই চলে ভক্তদের মধ্যেও। তবে এবার ঠাণ্ডা লড়াইয়ে সামিল অমিতাভ ও শাহরুখ। বলিউড শাহেনশাহ ও বাদশার মধ্যে এমন কী ঘটল, যে শাহরুখ খান এমন কথা জানালেন!