'অমিতাভ নিঃসন্দেহে বড়, কিন্তু আমি তাঁর থেকে একটু বেশি', শাহরুখের মন্তব্যে ঝড়

বলিউডে তিন খানের মধ্যে অন্তঃবিবাদ নতুন কিছু নয়। তাঁদের মধ্যে একে অন্যকে নিয়ে বড়া বরই চলে ঠাণ্ডা লড়াই। লড়াই চলে ভক্তদের মধ্যেও। তবে এবার ঠাণ্ডা লড়াইয়ে সামিল অমিতাভ ও শাহরুখ। বলিউড শাহেনশাহ ও বাদশার মধ্যে এমন কী ঘটল, যে শাহরুখ খান এমন কথা জানালেন! 

Jayita Chandra | Published : Apr 7, 2020 7:52 PM / Updated: Apr 07 2020, 09:23 PM IST
19
'অমিতাভ নিঃসন্দেহে বড়, কিন্তু আমি তাঁর থেকে একটু বেশি', শাহরুখের মন্তব্যে ঝড়
অমিতাভ বচ্চন মানেই বলিউডের এক মহীরূহ। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি একের পর এক বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন।
29
ঠিক ততটাই প্রথম সারিতে থাকা তিন খান জনপ্রিয় গোটা বিশ্বে। শাহরুখ সলমন ও আমির খান। তাঁদের মধ্যে তাই ঠোকা ঠুকি লেগেই থাকে।
39
শাহরুখ খান ও আমির খানের মধ্যে থাকা মতবিরোধ একাধিকবার উঠে এসেছে সামনে। তবে শাহরুখ-অমিতাভ বিবাদ!
49
শাহরুখ খান একবার অমিতাভ বচ্চনকেই টপকে যাওয়ার কথা বলে ফেললেন শাহরুখ খান। শুনে অনেকেই হয়েছিলেন হতবাক।
59
জনতা আদালতে গিয়ে শাহরুখ খান জানিয়েছিলেন অমিতাভ নিঃসন্দেহে বড়, কিন্তু তিনি তাঁর থেকে আরও একটু বেশি।
69
দ্বিতীয়বার জনতা আদালতে আসার পরও শাহরুখ খানকে একই প্রশ্নের উত্তর দিতে হল। সেবারও বদল হয়নি মতামত।
79
শাহরুখ খান সাফ জানিয়ে ছিলেন তিনি বলে ছিলেন অমিতাভ খুব বড় মানুষ, আর তিনি তার থেকে খানিকটা বেশি। তবে প্রকাশ্যে তিনি বললেন এমনটা দর্শকেরা মনে করেন।
89
এ কথা শোনার পর বেজায় শাহরুখ খানের ওপর চটে ছিলেন অমিতাভ ভক্তরা। কেন বিগ-বি-কে নিয়ে এমন মন্তব্য!
99
যদিও এই নিয়ে অমিতাভ বচ্চন মুখ খোলেননি। এবং শাহরুখও পরবর্তীতে বলেছিলেন তিনি তা শো-এর জন্য এমনটা বলেছিলেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos