রোম্যান্স পর্যন্তই ঠিক আছে, কেবল গৌরী অন্তঃসত্ত্বা হলেই কেন ভেঙে পড়তেন শাহরুখ

শাহরুখ খানের জীবনের একাধিক মোড়ে জড়িয়ে রয়েছে একাধিক বাঁক। কখনও সাফল্যের শীর্ষে পৌঁচ্ছে ভাইরাল বাদশা, কখনও আবার কঠিন, কঠোর পরিশ্রম করে বলিউডে ঠাঁইয়ের চেষ্টা। এরই মাঝে কেমন ছিল তাঁর ও গৌরীর পথ চলা! 

Jayita Chandra | Published : Apr 11, 2021 5:13 AM IST
18
রোম্যান্স পর্যন্তই ঠিক আছে, কেবল গৌরী অন্তঃসত্ত্বা হলেই কেন ভেঙে পড়তেন শাহরুখ

মুম্বইতে এসে তখন সবে মাত্র নিজের কেরিয়ার গড়ার কঠিন লড়াই দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। একের পর এক নতুন বাঁকে দাঁড়িয়ে একাধিক বাধা। 

28

তা কাটিয়ে গৌরীর সঙ্গে নতুন জীবন শুরু করা। একাধিকবার শাহরুখ খান তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর বিয়ের রাতের কথা। 

38

যখন তাঁকে ও গৌরীকে একই সঙ্গে কাটাতে হয়েছিল শ্যুটিং সেটে। তবে সেখানেই শেষ নয়। 

48

তাঁদের প্রথম সন্তান এসেছিল আরিয়ানের আগেই। কিন্তু তা মিসক্যারেজ হয়ে যায়। এরপরই আরিয়ান আসতে খানিক স্বাভাবিক হয় পরিস্থিতি। 

58

শাহরুখ ও গৌরী দুজনেরই পছন্দ ছিল তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক। প্রথমে তা না হলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়াতেও বেশ আনন্দ পান তাঁরা। 

68

সন্তান জন্মের মুহূর্তটা কখনই ভোলেন না বাবা মায়েরা। তাই সুহানার জন্মের মুহূর্তে কী বলেছিলেন গৌরী তা আজও মনে রেখেছেন শাহরুখ। 

78

সুহানাকে প্রথম দেখেই গৌরী বলেছিলেন আমাদের কি সব সন্তানই তোমার মত দেখতে। শাহরুখ হেসে লক্ষ্য করেছিলেন সুহানার গালে টোল পড়ে। 

88

কিছুদিন পর তাঁরা আবার তৃতীয় সন্তানের কথা ভেবেছিলেন। আর সেখান থেকেই আব্রামকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া।  

Share this Photo Gallery
click me!

Latest Videos