Published : Aug 16, 2020, 10:32 AM ISTUpdated : Aug 16, 2020, 10:49 AM IST
দু'শো কোটির মন্নত দেখেই সকলের চোখ কপালে ওঠে মানুষের শাহরুখের এই প্রকান্ড রাজপ্রাসাদের মত বাড়ি দেখেই ভক্তরা যদি অবাক হয় তাহলে তাঁর বেভারলি হিলসের ভিলা দেখলে বাচনশক্তিই হারিয়ে বসবে সকলে। বেভারলি হিলসের বাড়ির দাম প্রায় নব্বই থেকে একশো কোটির কাছাকাছি। এবং এই বাড়ি হল শাহরুখ এবং তাঁর পরিবারের অত্যন্ত পছন্দের ভ্যাকেশন স্পট। পাপারাৎজি থেকে দূরে থাকার ইচ্ছা কোন তারকার নেই। শাহরুখের এই ইচ্ছাপূরণ হয় বেভারলি হিলসে যাওয়ার পর।
ভিলার ভিতরের চোখ ধাঁধানো ইন্টিরিয়রে ছবিতে দেখলেই মাথা ঝিম ঝিম করার জোগাড়।
99
শাহরুখের এই বাড়িতে একাধিক বিজনেসম্যান ঘুরতে গিয়ে থাকেন। বিদেশি থেকে দেশি, অনেকেরই ফেভারিট ভ্যাকেশন স্পট এই ভিলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।