শাহরুখের বিদেশের বাংলোতে থাকতে পারবেন আপনিও, একরাত থাকতে গেলে দিতে হবে প্রায় ২ লাখ

দু'শো কোটির মন্নত দেখেই সকলের চোখ কপালে ওঠে মানুষের শাহরুখের এই প্রকান্ড রাজপ্রাসাদের মত বাড়ি দেখেই ভক্তরা যদি অবাক হয় তাহলে তাঁর বেভারলি হিলসের ভিলা দেখলে বাচনশক্তিই হারিয়ে বসবে সকলে। বেভারলি হিলসের বাড়ির দাম প্রায় নব্বই থেকে একশো কোটির কাছাকাছি। এবং এই বাড়ি হল শাহরুখ এবং তাঁর পরিবারের অত্যন্ত পছন্দের ভ্যাকেশন স্পট। পাপারাৎজি থেকে দূরে থাকার ইচ্ছা কোন তারকার নেই। শাহরুখের এই ইচ্ছাপূরণ হয় বেভারলি হিলসে যাওয়ার পর। 

Adrika Das | Published : Aug 16, 2020 5:02 AM IST / Updated: Aug 16 2020, 10:49 AM IST
19
শাহরুখের বিদেশের বাংলোতে থাকতে পারবেন আপনিও, একরাত থাকতে গেলে দিতে হবে প্রায় ২ লাখ

দেশের বাইরে শাহরুখের বেশ কয়েকটি বাড়ি আছে, তা কারও অজানা নয়। দুবাই, লন্ডন, আমেরিকা কোনও জায়গায় আর বাকি নেই। 

29

দুবাইয়ের পাম জুমেইরাতে বাড়ির পাশাপাশি রয়েছে সাংঘাতিক দামী গাড়ি বুগেত্তি। 

39

আঠারো কোটির এই বাড়িতে মাঝে মধ্যেই যান শাহরুখ। এছাড়া তাঁর বেভারলি হিলসের বাড়িটিও ঘুরতে যাওয়ার জন্য উপযোগী। 

49

তবে এই বেভারলি হিলসের ভিলাতে শাহরুখ থাকেন কম এবং থাকতে দেন বেশি। 

59

একদিনের জন্য শাহরুখের বেভারলি হিলসের বাড়িতে থাকতে পারবে যেকোনও সাধারণ মানুষ। তবে প্রায় দু'লাখ টাকা দিয়ে। 

69

এই ল্যাভিশ ভিলাতে এক রাত থাকতে গেলে দিতে হবে ১ লক্ষ ৯৬ হাজার ৮৯১ টাকা। ভিলার ছবি দেখলে এই টাকা দেওয়া যে সার্থক মনে হবে। 

79

লস এঞ্জেলসের এই বাড়িতে রয়েছে ছ'টি প্রকান্ড বেডরুম, জাক্যুজি, প্রাইভেট ক্যাবানাস, স্যুইমিং পুল, প্রাইভেট টেনিস কোর্ট।

89

ভিলার ভিতরের চোখ ধাঁধানো ইন্টিরিয়রে ছবিতে দেখলেই মাথা ঝিম ঝিম করার জোগাড়। 

99

শাহরুখের এই বাড়িতে একাধিক বিজনেসম্যান ঘুরতে গিয়ে থাকেন। বিদেশি থেকে দেশি, অনেকেরই ফেভারিট ভ্যাকেশন স্পট এই ভিলা।  

Share this Photo Gallery
click me!

Latest Videos