Big Size 'নিতম্ব' চাই সুপারহট টোনড ফিগার, সুহানার 'স্পোর্টস ব্রা' অ্যাটায়ারে বুঁদ জেনওয়াই

Published : Jun 22, 2021, 11:41 AM IST

স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী।   শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা।  হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক। সম্প্রতি স্পোর্টস ব্রা, স্কিনফিট প্যান্ট পরেই মিরর সেলফি পোস্ট করে আগুন জ্বালিয়েছেন মন্নতের রাজকুমারী, ঝড়ের গতিতে ছবি ভাইরাল নেটদুনিয়ায়।

PREV
19
Big Size 'নিতম্ব'  চাই সুপারহট টোনড ফিগার, সুহানার 'স্পোর্টস ব্রা' অ্যাটায়ারে বুঁদ জেনওয়াই

সদ্যই জীবনের ২০ টি বসন্ত পার করে ২১ -শে পা দিয়েছেন সুহানা খান। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে  সুহানা খান। 

29


ইনস্টা স্টোরিতে ফের হট অবতারে নিজেকে মেলে ধরেছেন শাহরুখ কন্যা সুহানা খান।

39


স্পোর্টস ব্রা, স্কিনফিট প্যান্ট, পোনি টেইল বেঁধেই জিম লুকে মিরর সেলফিতে ক্লিক করেছেন স্টারকিড সুহানা।
 

49

সুহানার মিরর সেলফিতে একাধিক ওজনের ডাম্বেল নজরে এসেছে নেটিজেনদের। হট অবতারের ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

59

সেক্সি ফিগার ধরে রাখতে তিনি যে প্রতিনিয়তই জিম গিয়ে ঘাম ঝরান, তা তার চাবুক ফিগারেই স্পষ্ট।
 

69

সেক্সি সুহানাকে দেখে রীতিমতো ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। এই ছবিই ভাইরাল সোশ্যালে।

79


বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই সুহানার ফ্যান-ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। বিকিনির হট স্টাইলে তাবড় তাবড় সেক্সিদেরও টেক্ক দিচ্ছে সুহানা। 

89


বর্তমানে নিউইয়র্কে পড়াশোনা করছেন শাহরুখ কন্যা। বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে শত যোজন দূরে হলেও ভক্তের সংখ্য়া তার অগণিত। 

99

এই বয়সেই শাহরুখ কন্যা  সুহানার ফ্যাশন সেন্স এবং মেক আপ ফ্যাশন বোদ্ধাদেরও তাক লাগাচ্ছে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories