Published : Nov 02, 2020, 08:17 AM ISTUpdated : Nov 02, 2020, 09:20 AM IST
শাহরুখ খান ও কাজ মানেই পর্দায় এক ঝরঝরে রোম্যান্স্যের তরতাজা গল্প। দর্শকের মনে এই একটাই সমীকরণ স্পষ্ট। কিন্তু এই জুটি যখন পথ চলা শুরু করেছিল, তখন কিন্তু সমীকরণটা মোটেও এতটা সহজ ছিল না। উল্টে শাহরুখের মন্তব্য শুনে ভক্তদের অবাক হতে হয়। ঠিক কী ঘটেছিল...