রণবীরের নয়, এবার শাহরুখের Darlings অলিয়া, তবে পর্দায় ফিরছে না ডিয়ার জিন্দেগি জুটি

Published : Feb 16, 2021, 08:13 AM IST

শাহরুখ খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। ডিয়ার জিন্দেগি ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন, অনবদ্য স্টোরিলাইনে বক্সঅফসে নজরকাড়া প্রভাব ফেলায় আবারও একই সঙ্গে জোটবাঁধতে চলেছে এই জুটি। 

PREV
18
রণবীরের নয়, এবার শাহরুখের Darlings অলিয়া, তবে পর্দায় ফিরছে না ডিয়ার জিন্দেগি জুটি

শাহরুখ ও আলিয়া ভাট জুটি, বয়ের বিস্তর ফারাক, তাই ছবির খবর যখন প্রথম ঘোষণা হয় বেজায় উঠেছিল প্রশ্ন।

28

কিন্তু ছবির চিত্রনাট্য ও উপস্থাপনাতেই বাজিমাত করে দিয়ে যায় বলিউডের এই দুই তারকা। 

38

এক ভিন্ন স্বাদের চরিত্রে সকলের মন কাড়ে শাহরুখ খান। আর আলিয়া, একই চেনা লুকে ধরা পড়েছিলেন তিনি। 

48

সেই জুটিই কি ফিরতে চলেছে বলিউডে আবার, এমনই প্রশ্নে তোলপাড় হয় নেট দুনিয়া। 

58

কিন্তু না, পর্দায় অভিনয়ের ঝড় তুলতে হাজির হচ্ছে না এই জুটি। যদিও একই সঙ্গে কাজ করতে চলেছেন ডার্লিং ছবিতে। 

68

তবে শাহরুখ এখানে অভিনেতা নন, বরং তিনি করছেন ছবির প্রযোজনা। সেই ছবির নায়িকা এবার আলিয়া। 

78

এক দুমাসের মধ্যেই শুরু হবে এই ছবির শ্যুটিং। তারই মাঝে ঝড়ের গতীতে ভাইরাল এখন এই ছবির খবর। 

88

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories