শাহিদ কাপুর ও কারিনা কাপুরের সম্পর্কের কথা বি-টাউনের কম বেশি সকলেরই জানা। কিন্তু সেই সম্পর্কে যখন ভাঙন ধরল, তখন ভক্ত কুলের সকলে এক প্রকার নিরাশ হয়েছিলেন। দীর্ঘদিন এই সম্পর্ক নিয়ে আর কোনও কথা বলতে শোনা যায়নি দুই তারকাকে। কিন্তু একবার শাহিদ যা বললেন তাতে রীতিমত জলঘোলা শুরু।