করিনার সঙ্গে প্রেমে বিচ্ছেদ, ক্লিনিকাল ডিপ্রেশনে শাহিদ, কাটিয়ে ছিলেন কঠিন সময়

শাহিদ কাপুরের সঙ্গে করিনা কাপুরের সম্পর্ক এক কথায় বলতে গেলে অমিতাভ-রেখা, সলমন-ঐশ্বর্যের সম্পর্কের মতই ভাইরাল। খুব বেশি দিন তাঁদের সম্পর্কের দাপট না থাকলেও, অল্পদিনেই সকলের নজর কেড়েছিল এই প্রেমকাহিনি। 

Jayita Chandra | Published : Oct 12, 2020 4:53 AM
18
করিনার সঙ্গে প্রেমে বিচ্ছেদ, ক্লিনিকাল ডিপ্রেশনে শাহিদ, কাটিয়ে ছিলেন কঠিন সময়

শাহিদ কাপুর ও করিনা কাপুরের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে বলিউডের এক সুইট লাভ স্টোরি। 

28

অথচ একাধিক কারণের জেরে তাঁদের সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। যার মধ্যে অন্যতম কারণ ছিল করিশ্মা কাপুরের উষ্কানি। 

38

করিনা কাপুর শাহিদ কাপুরকে ভালোবেসে হয়ে গিয়েছিলেন ভেজিটেরিয়ান। যাব উই মেট ছবি দেখলে তাঁদের সম্পর্কের গভীরতা যে কেউ আঁচ করতে পারে। 

48

কিন্তু করিনা কাপুরের পরিবার কখনই চাননি তাঁরা একসঙ্গে থাকুক। তাঁর পরিবারের কথায় তাঁদের পারিবারিক স্ট্যাটাস এক ছিল না। 

58

করিশ্মা কাপুর করিনা কাপুরকে বুঝিয়েছিলেন, শাহিদকে খুব বড় স্টার না ভাবতে। এবং এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে। 

68

যদিও ঘটনা চক্রে সেখানে তাঁদের মধ্যে ভুল বোঝা বুঝি এক বড় আকার ধারণ করে। করিনার জীবনে জড়িয়ে যায় সইফ, শাহিদের জীবনে জড়িয়ে যায় বিদ্যা বালানের নাম। 

78

এরপরই তাঁরা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল করিনার পরিবার।

88

কিন্তু করিনার সঙ্গে এই ব্রেকআপই নিতে পারেননি শাহিদ কাপুর। ভুগেছিলেন ক্লিনিকাল ডিপ্রেশনে। সেই ফেস কাটিয়ে এখন নিউ ফর্মে শাহিদ ব্যস্ত নিজের সংসার জীবনে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos