এই জঘন্য কাজটির জন্য আজও লজ্জিত শাহরুখ, সুহানার ধমকানিতেও ছাড়তে পারেননি নোংরা অভ্যেস

Published : Mar 31, 2021, 09:08 AM IST

বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। অভিনেতার সবচেয়ে খারাপ অভ্যেসটি হল ধূমপান। যেটি বহুবার ছাড়তে ছেড়েও পারেননি অভিনেতা। একাধিকবার সন্তানদের দোহাই দিয়ে ধূমপান ছাড়া আগ্রহ প্রকাশ করলেও তা শেষ অবধি করতে পারেননি অভিনেতা। এমনকী সুহানার ধমকানিতেও তা কোন কাজে আসেনি। কিন্তু কেন এই দীর্ঘদিনের অভ্যেস ছাড়তে পারছেন না কিং খান, জানলে অবাক হবেন।

PREV
19
এই জঘন্য কাজটির জন্য আজও লজ্জিত শাহরুখ, সুহানার ধমকানিতেও ছাড়তে পারেননি নোংরা অভ্যেস

এককথায় চেন্স স্মোকার বললে খুব একটা ভুল হবে না। অতিরিক্ত ধূমপানে আসক্ত শাহরুখ খান, নিজেই সেকথা একাধিক সাক্ষাৎকারে  বলেছেন।

29

 বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। অভিনেতার সবচেয়ে খারাপ অভ্যেসটি হল ধূমপান। যেটি বহুবার ছাড়তে ছেড়েও পারেননি অভিনেতা। 
 

39


একাধিকবার সন্তানদের দোহাই দিয়ে ধূমপান ছাড়া আগ্রহ প্রকাশ করলেও তা শেষ অবধি করতে পারেননি অভিনেতা।

49

এমনকী সুহানার ধমকানিতেও তা কোন কাজে আসেনি। কিন্তু কেন এই দীর্ঘদিনের অভ্যেস ছাড়তে পারছেন না কিং খান,তা নিয়ে জল্পনা।

59

শাহরুখ নিজেই সর্বদা মানুষকে ধূমপান নিয়ে সাবধান করে। কিন্তু নিজে ছাড়তে পারে না।  
 

69

নিজের এই জঘন্য স্বভাবটির জন্য লজ্জিত শাহরুখ। যদিও আগের তুলনায় এখন অনেকটাই ধূমপান কমিয়ে দিয়েছেন কিং খান।

79

অভিনেতার কথায়, একদিনে মাত্র ৬ বার ধূমপান করেন শাহরুখ। এবং তা আরও কমানোর চেষ্টায় রয়েছেন বাদশা।
 

89


সন্তানদের কথা মাথায় রেখে শরীরচর্চা করবেন এবং ধূমপান কমিয়ে দেবেন এই পরিকল্পনা করে বারেবারে ব্যর্থ শাহরুখ খান।

99


দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান-এ দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories