চেহারা থেকে স্টাইল হুবহু শাহরুখ খান, কে আসল আর কে নকল, চিনতে পারাই মুশকিল

Published : Aug 02, 2022, 09:35 AM IST

বলি তারকাদের হামসকল-এর ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন -ঐশ্বর্য,  সইফ আলি খান ও করিনা কাপুরের একরত্তি তৈমুর আলি খান, আলিয়া ভাটের পর এবার শাহরুখের পালা। যাকে দেখা মাত্রই সকলের চক্ষু চড়কগাছ হয়েছে। ফটোকপি তো অনেকেই হন কিন্তু এ তো অবিকল শাহরুখ। শাহরুখের ডুপ্লিকেট ইব্রাহিম কাদ্রিকে নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। শাহরুখের গানের সঙ্গে প্রতিটি লুক নকল করে পোজ দিয়েছেন ইব্রাহিম। শাহরুখ নয়, বরং হামসকলকে নিয়েই মেতে রয়েছেন বাদশার ভক্তরা।  

PREV
110
চেহারা থেকে স্টাইল হুবহু শাহরুখ খান, কে আসল আর কে নকল, চিনতে পারাই মুশকিল


বলি তারকাদের হামসকল-এর ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সলমন -ঐশ্বর্য,  সইফ আলি খান ও করিনা কাপুরের একরত্তি তৈমুর আলি খান, আলিয়া ভাটের পর এবার শাহরুখের পালা। যাকে দেখা মাত্রই সকলের চক্ষু চড়কগাছ হয়েছে।

210


হুবহু যেন বলিউডের কিং খান। একঝলকে দেখলে চেনা দায়। 'ফটোকপি' তো অনেকেই হন, কিন্তু এ তো অবিকল শাহরুখ। বলিউডের বাদশার হামসকলের ছবিতেই মজেছেন নেটিজেনরা। শাহরুখের সঙ্গে এতটাই মিল যে তাকে খবরের শিরোনামে নিয়ে এসেছে।

310


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ডুপ্লিকেট ইব্রাহিম কাদ্রিকে নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। ইব্রাহিমের ইনস্টাগ্রাম দেখে চোখ কপালে নেটিজেনদের। শাহরুখের গানের সঙ্গে প্রতিটি লুক নকল করে পোজ দিয়েছেন ইব্রাহিম। যা দেখে স্বভাবতই চেনা দায় ইনি শাহরুখ না ইব্রাহিম।
 

410

ইব্রাহিমের সঙ্গে শাহরুখের এতটাই মিল যে দুজনকে পাশাপাশি রাখলে কে আসল আর কে নকল তার চেনা বেশ কঠিন হয়ে যাবে। যে কেউ শাহরুখ ভাবতে একটুও ভুল করবেন না। যে কেউ ইব্রাহিমকে শাহরুখ ভেবে ফেলতেই পারেন।

510

ইব্রাহিমের চেহারা যেমন শাহরুখের মতো, তেমনই স্টাইল ও ভঙ্গিমাও শাহরুখেরই মতো। ইব্রাহিমের ইনস্টা-তে একাধিক ছবি রয়েছে যেখানে শাহরুখের মতো পোজ দিয়েছেন অভিনেতা। তবে শুধু ছবি নয়, একাধিক ভিডিওতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা। দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখের হামসকলের ছবি।

610


হামসকল যে রয়েছে তা অনেকেই বিশ্বাস করেন। এবং তাদের সঙ্গে সম্পর্ক না থাকলে কোথাও না কোথাও এই হামসকল থেকেই যান। এবং মাঝেমধ্যেই তারকাদের হামসকলদের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শাহরুখের হামসকলকে দেখে সকলেই হা।

710

 

এই প্রথমবার নয়, এর আগেও শাহরুখের হামসকলের ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু নেটিজেনদের মতে, ইব্রাহিমই সকলের সেরা। ইব্রাহিম দেখে রীতিমতো বিপাকে বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড অ্যাক্টিভ ইব্রাহিম। শাহরুখের স্টাইলে নিমেষে মুগ্ধ করেছেন ইব্রাহিম।

810

শাহরুখ ভক্তরাই খুঁজে বার করেছে ইব্রাহিমকে। আর এতটাই মিল যে সকলেই তার ফ্যানও হয়ে গেছে রাতারাতি। তড়তড়িয়ে বেড়ে চলছে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা। ইতিমধ্যেই যা আকাশছোঁয়া। ইব্রাহিমের সঙ্গে শাহরুখে মিল এতটাই যে সকলেই তাকে সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
 

910

শাহরুখের ছবির বিভিন্ন দৃশ্য, কিংবা গানের উপর ভিডিও তৈরি করে পোজ দেন ইব্রাহিম। যা দেখেই অবাক হয়ে যান সকলে। এটা সত্যি কি শাহরুখ নাকি ইব্রাহিম, তা নিয়ে জল্পনা চলতে থাকে। তবে প্রথমে এমনটা মনে হত না ইব্রাহিমের। পরিবার ও বন্ধুবান্ধবের কথার পরই নিজের চোহারায় ফোকাস করেন তিনি।

1010


এই ভিডিও কিং খানেরও নজর কেড়েছে কিন্তু কোনও মন্তব্য করেননি শাহরুখ। শাহরুখের হামসকল রাতারাতি যেন স্টার। শেয়ার, লাইক, কমেন্টে ভরে গিয়েছে  সোশ্যাল মিডিয়ার পাতা। শাহরুখ নয়, বরং হামসকলকে নিয়েই মেতে রয়েছেন বাদশার ভক্তরা।
 

click me!

Recommended Stories