শুটিংয়ের পুরোনো দিনের কথা স্মরণ করে শ্রেয়স আরও জানিয়েছেন, তার জন্মদিনের কথা সকলে জানতে পারে খুব সুন্দর করে বেলুন দিয়ে মেক আপ রুম সাজিয়েছিল, এবং পুরো টিমের সঙ্গে কেক কেটে উদযাপন করা হয়েছিল বিশেষ জন্মদিন।পাপ্পু মাস্টারের চরিত্রে অভিনয় করে আজও নিজেকে ভাগ্যবান মনে করেন শ্রেয়স। কারণ আজও সকলে এই পাপ্পু মাস্টারকে মনে রেখেছে।