Published : Nov 09, 2020, 01:53 PM ISTUpdated : Nov 09, 2020, 01:56 PM IST
বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন কাজল আগরওয়াল। দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সদ্যই গাটছড়া বেঁধেছেন অভিনেত্রী। সম্প্রতি হানিমুনের জন্য মালদ্বীপে উড়ে গেছেন এই কাপল। একের পর এক হট ছবি পোজ করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন কাজল আগরওয়াল। সমুদ্রের তীরে সাহসী লাল পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুডে অভিনেত্রীর সাহসী অবতার ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
লাল রঙের সাহসী বিচ গাউন, সানগ্লাস ও মাথায় টুপি পরে হট পোজ দিয়েছেন অভিনেত্রী। নিজেদের পছন্দের জায়গাতেই হানিমুনে গেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
310
সমুদ্রের পাড়ে ব্যাকলেসে সুপারহট কাজলকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। প্রতিটি ছবিতেই যেন ঠিকরে বেরোচ্ছে তার শরীরী সৌন্দর্য।
410
স্বামী গৌতম কিচলুর সঙ্গে বিভিন্ন পোজে দাঁড়িয়ে ছবিতে ক্লিক করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
510
লাল বিচ গাউনে কাজলকে যেমন লাস্যময়ী দেখাচ্ছে তেমনই তার পাশে কুল লুকে যোগ্য সঙ্গত গৌতম।
610
ছবি পোস্ট করে অভিনেত্রী কাজল জানিয়েছেন, 'প্রয়োজনীয় সতর্কতা মেনেই তারা হানিমুনে এসেছেন। এবং ধীরে ধীরে স্বাভাবিক স্বাচ্ছন্দে ফিরতে পেরে খুশি কাজল'।
710
কিছুদিন আগেই পার্সপোর্টের ছবি শেয়ার করেছিলেন কাজল। নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার পর থেকেই দারুণ উচ্ছ্বসিত কাজল।
810
সূত্র থেকে জানা গেছে, হানিমুন থেকে ফিরে কাজল গৌতমের সঙ্গে তার বাড়িতে ফিরে যাবে।
910
কাজলের জন্যই নতুন বাড়ি কিনেছেন গৌতম। তবে বাড়িটির লোকেশন জানা যায়নি।
1010
তিন বছর সম্পর্কে থাকর পরই গত ৩০ অক্টোবর বিলাসবহুল ভাবে তারা বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ের পর প্রথম করবা চৌথও পালন করছেন কাজল ও গৌতম।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।