সালটা ১৯৯১, ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ। তাদের প্রেম থেকে পরিণতি সবকিছুই যেন সিনেমার মতো রঙিন। অভিনেত্রী না হয়েও কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত শাহরুখ ঘরণী গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী এবার ম্যাগাজিনের কভার গার্ল। উন্মুক্ত উরু, বক্ষ-বিভাজিকাও স্পষ্ট, খোলামেলা পোশাকে কভার ফোটোশ্যুটে রীতিমতো আগুন ঝরিয়েছেন শাহরুখের জীবনসঙ্গী গৌরী।