একঝটকায় বয়স কমেছে ১৫ বছর, বোটক্স না প্লাস্টিক সার্জারি, কীসের জাঁদুতে ভোলবদল সেক্সবম্ব শমার

Published : May 06, 2021, 10:26 AM ISTUpdated : May 06, 2021, 10:39 AM IST

সুন্দরী হওয়ার জন্য অনেকেই প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে থাকেন। অনেকেই বলছেন নিজেকে আর লাস্যময়ী করে তুলতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন  শমা সিকান্দর। একঝটকায় যেন বয়স কমে গিয়েছে ১৫ বছর। অভিনেত্রীর লুকের হঠাৎ এই ভোলবদল দেখেই চমকে গিয়েছে নেটিজেনরা। কীভাবে ত্বকের জেল্লা বাড়িয়ে রাতারাতি এত সুন্দর হলেন শমা, যা নিয়ে নেটিজেনদের কটাক্ষ তেড়ে এসেছে। সত্যিই কি প্লাস্টিক সার্জারির সাহায্যে নিজেকে আবেদনময়ী করে তুলেছেন শমা, প্রকাশ্য এল সত্য।

PREV
19
একঝটকায় বয়স কমেছে ১৫ বছর, বোটক্স না প্লাস্টিক সার্জারি, কীসের জাঁদুতে ভোলবদল সেক্সবম্ব শমার

একঝটকায় যেন বয়স কমে গিয়েছে ১৫ বছর। অভিনেত্রী শমার লুকের হঠাৎ এই ভোলবদল দেখেই চমকে গিয়েছে নেটিজেনরা।

29

নেটিজেনরা বলছেন নিজেকে আর লাস্যময়ী করে তুলতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন  শমা সিকান্দর। সুন্দরী হওয়ার জন্য অনেকেই প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে থাকেন। তেমনটাই করেছেন শমা।

39

 কীভাবে ত্বকের জেল্লা বাড়িয়ে রাতারাতি সুন্দর হলেন শমা, সত্যিই কি প্লাস্টিক সার্জারির সাহায্যে নিজেকে আবেদনময়ী করে তুলেছেন শমা, তেড়ে এসেছে নেটিজেনদের কটাক্ষ। 

49

এবার সমস্ত গুজব উড়িয়ে মুখ খুললেন শমা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোনও রকমের সার্জারি করেননি। এবং তার সেক্সি গর্জিয়াস লুকের গোপন রহস্যও ফাঁস করে দিলেন। 

59

সার্জারি না করিয়ে এক অন্য ধরনের সৌন্দর্য পদ্ধতি করিয়েছেন শমা। এটি হল বোটক্স ট্রিটমেন্ট, যা সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে মুখের খুঁত ঢেকে দেয়।

69

বোটক্স ট্রিটমেন্টের পাশাপাশি চলছে বিশেষ ডায়েট এবং এক্সারসাইজ। এই তিনটি উপায় মেনেই এতটা সুন্দর হয়েছেন শমা সিকন্দর।
 

79


শমার মতে, বোটক্স করা মানেই কোনও সার্জারি নয়। কোনও ছুরি-কাঁচি চালানো নয়। এছাড়া কে প্লাস্টিক সার্জারি করবে তা নিয়ে এত মাথাব্যথা কীসের বাকিদের। কেনই বা ট্রোলড হতে হবে সেটাই বুঝতে পারছেন না শমা।

89

শমা ট্রোলিংকে কখনও নিজের গায়ে মাখেন না বরং নিয়মিত ধ্যান করি যা মনকে শান্ত রাখে। বর্তমানে মডেলিং, সিরিয়াল, সিনেমার পর প্রযোজনাতেও নেমেছেন শামা সিকান্দর।

99


বি-টাউনে নিজের জায়গা ধরে না রাখতে পারলেও সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত নাম শামা।তার শরীর উষ্ণতায় কাবু হয়েছে পুরুষেরা। পুরুষদের ঘুম উড়াতে তিনি বেশ সিদ্ধহস্ত। লাস্যময়ীর উষ্ণ ছবিতে রীতিমতো আগুন জ্বলেছে সোশ্যাল মিডিয়ায়।

click me!

Recommended Stories