শরীর জুড়ে গোলাপের পাপড়ি, উষ্ণ আবেদনে বাথটবে ভাইরাল শামা

Published : Feb 29, 2020, 05:01 PM ISTUpdated : Feb 29, 2020, 05:04 PM IST

কেরিয়ারের শুরু টেলিভিশনের অভিনয় দিয়ে। সালটা ১৯৯৯। পরিচালক ইন্দ্র কুমার পরিচালিত ছবি 'মন'-বলিউডের পারফেকশনিস্ট আমির খান এবং মনীষা কৈরালার সঙ্গে পর্দা শেয়ার করেছিলেন শামা সিকান্দর। তারপর থেকে বলিউডে সেভাবে নিজের জায়গা প্রতিষ্ঠা করতে পারেনি শামা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাস্যময়ীর ছবি দেখতে উপচে পড়ছে ভিড়। সম্প্রতি চারিদিকে সুরোভিত গোলাপের মাঝে বাথটবে শুয়ে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার প্রতিটি হট ছবিতেই উপচে পড়ছে যৌবন। নেটদুনিয়া আপাতত উত্তাল তার এই উষ্ণ ছবিতে। একনজরে দেখে নিন শরীরী উষ্ণতা মাখানো ছবিগুলি।

PREV
111
শরীর জুড়ে গোলাপের পাপড়ি,  উষ্ণ আবেদনে বাথটবে ভাইরাল শামা
মডেলিং, সিরিয়াল, সিনেমার পর প্রযোজনাতেও নেমেছেন শামা সিকান্দর। সাদা বিকিনির এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
211
চারিদিকে গোলাপের পাপড়ির মাঝে বাথটবে শুয়ে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী শামা।
311
বি-টাউনে নিজের জায়গা ধরে না রাখতে পারলেও সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত নাম শামা।
411
তার শরীর উষ্ণতায় কাবু হয়েছে পুরুষেরা। পুরুষদের ঘুম উড়াতে তিনি বেশ সিদ্ধহস্ত।
511
লাস্যময়ীর উষ্ণ ছবিতে রীতিমতো আগুন জ্বলেছে সোশ্যাল মিডিয়ায়।
611
তার প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরের উষ্ণতা।
711
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন মিষ্টি।
811
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী মিষ্টি। মাঝেমধ্যেই শরীরী হিল্লোল তোলা ছবি পোস্ট করে তিনি লাইমলাইটে থাকেন।
911
বিস্ফোরক মন্তব্য করেও একবার নয়,একাধিকবার লাইমলাইটে এসেছেন শান।
1011
যত দিন যাচ্ছে তত ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
1111
পোশাক নিয়ে ট্রোলের শিকার হলেও নেটিজেনদের মুখ কীভাবে বন্ধ করতে হয় তা বেশ ভালই জান।
click me!

Recommended Stories