Published : Feb 19, 2021, 07:38 PM ISTUpdated : Feb 19, 2021, 10:17 PM IST
সময় চলে যায়, তবে স্মৃতি রয়ে যায় মনের মণিকোঠায়। তেমনই শ্বাশুড়ি শর্মিলা ঠাকুরের স্মৃতি নিয়ে জীবনের নতুন পথচলায় করিনা কাপুর। অপেক্ষার আর মাত্র কিছুক্ষণ। তারপরই করিনার কোল আলো করে আসতে চলেছে তাঁর দ্বিতীয় সন্তান। সেই নিয়ে ভক্তমহলে উন্মাদনা তুঙ্গে। পরিবারে নতুন সদস্যের আগমণের আগেই চলছে জোর কদমে প্রস্তুতি।
ফরচ্যউন হাইটসের নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করার আগেই ঝলক পাওয়া গেল নস্টালজিয়ার।
210
এ কেবল পটৌডি পরিবারের নস্টালজিয়াই নয়। এই নস্টালজিয়া আপামর বাঙালির। নস্টালজিয়ায় লুকিয়ে শর্মিলা ঠাকুরের ছোঁয়া।
310
নতুন বাড়িতে প্রবেশ করার আগের মুহূর্তে চলছে জোর কদমে শিফ্টিং। সেই ছবি ধরা পড়ল পাপারাৎজির ক্যামেরায়।
410
যেখানে শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্না অভিনীত 'আরাধনা' ছবির বাংলা পোস্টার দেখা গেল নতুন বাড়িতে স্থানান্তরিত হতে।
510
শক্তি সামস্ত পরিচালিত কিংবাদন্তী ছবি 'আরাধনা'। সচীন দেব বর্মনের সুরে নিজেকে হারিয়েছিল গোটা বাঙালি।
610
সেই সুরের মূর্চ্ছনায় হারিয়েছেন করিনা কাপুরও। যার জেরে 'আরাধনা' ছবির বাংলায় লেখা পোস্টারটি নিজের সঙ্গে সযত্নে রেখে দিয়েছিন অভিনেত্রী।
710
শ্বাশুড়ি শর্মিলার সঙ্গে নাকি বউমা করিনার সম্পর্ক মোটেই ভাল ছিল না। সেই গুঞ্জনে বরাবরের মত এবারেও পড়ে গেল জল।
810
আরাধনা ছবির পোস্টারটি সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে নতুন বাড়িতে। সেখানকার প্রকান্ড অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে সেজে উঠবে শর্মিলার ঠাকুরের জীবনের এই সেরা ছবি।
910
পাশাপাশি ধরা পড়ল সইফের কেরিয়ারের অন্যতম হিট ছবি ইমতিয়াজ আলি পরিচালিত 'লাভ আজ কাল'। দীপিকা পাডুকোন ছিলেন নায়িকার ভূমিকায়।
1010
আরও একটি ছবিও দেখা গেল শিফ্টিংয়ের সময়। যা সম্ভবত সইফের নিজের হাতে আঁকা ছবি বলেই মনে হচ্ছে। ছবি অ্যাবস্ট্র্যাক্ট। সবুজ, নীল হলুদ রঙেই ফুটে উঠেছে পেন্টিংটি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।