শেফালি জরিওয়ালা, কাঁটা লাগা গার্ল হিসেবেই আজও জনপ্রিয় তিনি। নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে তখন শেফালি কোনও অপসরার চেয়ে কম নয়। বলিউডের অভিনেত্রীদের থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন শেফালি। সেই সময় সোশ্যাল মিডিয়া নিজের রোপ জমায়নি দৈনন্দিন জীবনে। তবুও শেফালি তখন রীতিমত ভাইরাল। কাঁটান লাগার রিমিক্সে তাঁকে পেয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই সময় গানটি মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যে সকলের মুখে মুখে কেবল কাঁটা লাগা গার্লের নাম। শেফালিকে নিয়ে উন্মাদনা তখন শীর্ষে। কিন্তু কীভাবে হঠাৎ এই সুযোগ পেয়েছিলেন শেফালি, এর পিছনে রয়েছে কাহিনি।
ইঞ্জিনিয়ারিং পরার সময় কাঁটা লাগার প্রস্তাব পান শেফালি। সেই প্রস্তাবে রাজি হওয়ায় তাঁর জীবনে ঘটল আমূল পরিবর্তন।
212
পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপ্রু, শেফালির কলেজের সামনে প্রথবার দেখতেই পছন্দ করে ফেলে।
312
তৎক্ষণাত তাঁকে মিউজিক ভিডিওর প্রস্তাবটি দেওয়া হয়। সেই সময় মিউজিক ভিডিওর রমরমা।
412
বাড়িতে গিয়ে এ বিষয় কথা বলতেই সরাসরি শেফালিরমা-বাবা তাঁকে বারণ করে দেন।
512
কিন্তু গ্ল্যামারওয়ার্ল্ড তাঁকে যে হাতছানি দিয়েছিল সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
612
শেফালির কথায়, তিনি নিজেকে টিভির পর্দায় দেখতে চেয়েছিলেন। নিজেকে জনপ্রিয় হতে দেখতে চেয়েছিলেন।
712
বাবার বিরুদ্ধে গিয়েই এই প্রস্তাবে রাজি হন শেফালি। গানটির জন্য সাত হাজার টাকাও উপার্যন করেন তিনি।
812
তবে বাবাকে পরে মানিয়ে নিয়েছিলেন শেফালি। সাহায্য করেছিলেন শেফালির মাও।
912
এই গানের পরই স্বাভাবিকভাবে জনপ্রিয়তার শীর্ষে শেফালি। বলিউডে কাজ করতে দেখা যায় তাঁকে।
1012
মুঝসে শাদি কারোগি ছবিতে ক্যামিও করতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ছোটপর্দায় রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেন শেফালি।
1112
নিজের স্বামী পরাগ তিয়াগির সঙ্গে নাচ বালিয়ে তে সিজন ফাইভে অংশগ্রহণ করার পর আবার সিজন সেভেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে আসেন তিনি।
1212
এছাড়া অল্ট বালাজির আডাল্ট কমেডি সিরিজ বেবি কাম নাহ তে অভিনয় করেন শেফালি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে বিগ বস সিজন তেরোতে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।