মৃত্যুর পর সুশান্তকে নিয়ে পাঁচ ভয়ানক তথ্য, যা তোলপাড় করেছিল বিটাউন, সামনে এনেছিলেন রিয়া চক্রবর্তী

Published : Jun 13, 2021, 11:06 AM IST

সুশান্ত সিং রাজপুত, এক কথায় বলতে গেলে যে নামটা গত এক বছরে তোলপাড় করেছে নেট দুনিয়া, সকলের অগোচরে চলে যাওয়া কিংবদন্তী সুপারস্টার সুশান্তের মৃত্যু যেন আজও সকলের কাছে দুঃস্বপ্ন, কেন এই পরিণতি, এরপরই মুখ খুলে ভয়ানক পাঁচ তথ্য সামনে এনেছিলেন রিয়া। 

PREV
110
মৃত্যুর পর সুশান্তকে নিয়ে পাঁচ ভয়ানক তথ্য, যা তোলপাড় করেছিল বিটাউন, সামনে এনেছিলেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুত 14 জুন সকলকে এভাবে ছেড়ে চলে যাবেন তা কে জানতো, হাজার হাজার ভক্তের কাছে তখন তিনি সুপারস্টার।

210

অথচ ভিতরে ভিতরে দুমড়েমুচড়ে তিলে তিলে শেষ হচ্ছেন তিনি, সে খবর ঘুনাক্ষরেও কেউ টের পায়নি।

310

সেসময় লকডাউন এর আগে কাছে ছিল একমাত্র তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। যার ফলে মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে একটাই ঠিকই মানসিক পরিস্থিতির জন্য সুশান্ত এনাম পদক্ষেপ নিলেন।
 

410

এত কাছে থেকেও কি রিয়া চক্রবর্তী কিছুই বুঝতে পারেননি। পুলিশের দ্বারস্থ হয়ে নানা বয়ানে নানারকম প্রসঙ্গ তুলে নিয়েছিলেন সেই রিয়া।

510

আর এই প্রসঙ্গ ঝড় তুলেছিল বিটাউনে। চমকে উঠেছিল সুশান্তের ভক্ত মহল। ঠিকই ছিল এই বয়ানে।

610

প্রথম, সুশান্ত মাদক নেশায় আসক্ত। মারিজুয়ানায় ডুবে থাকতে সুশান্ত সিং রাজপুত।

710

দ্বিতীয়তঃ সশান্ত সিং রাজপুত বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

810

তৃতীয়তঃ সুশান্তের সঙ্গে তার বাবার নাকি সম্পর্ক ক্রমেই খারাপ হয়ে উঠেছিল।

910

চতুর্থ, সুশান্তের নাকি ক্লস্টোফোবিয়া ছিল। যার জন্য প্লেনে ওঠার সময় তিনি মেডিসিন নিতেন।

1010

পঞ্চম, শেষ সময়ে সুশান্ত অবসাদে ডুবে গিয়েছিলেন, কারণ ছিল একটাই তিনি নাকি বারবার বলতেন তিনি তার মাকে ছাড়া বাঁচতে পারবেন না।

click me!

Recommended Stories