একই ফ্রেমে আয়ুষ্মান-বচ্চন, গুলাব-সিতাব শ্যুটের অভিজ্ঞতা কেমন সুজিতের

Published : Jun 09, 2020, 01:50 PM IST

বহু প্রতিক্ষিত ছবি গুলাব সিতা মুক্তি পেতে চলেছে অনলাইনে। ২০১৯ সালে যখন প্রথম এই ছবির লুক প্রকাশ্যে এসেছিল, তবে থেকেই ভক্তদের কাছে পাখির চোখ গুলাব সিতাব। কিন্তু ছবি আর দেখা হল না প্রেক্ষাগৃহে। লকডাউনে ওএটি-তেই মুক্তির সিদ্ধান্ত। স্যুটিং অভিজ্ঞতা নিয়ে কী জানালেন পরিচালক... 

PREV
19
একই ফ্রেমে আয়ুষ্মান-বচ্চন, গুলাব-সিতাব শ্যুটের অভিজ্ঞতা কেমন সুজিতের

একদিকে অমিতাভ বচ্চনের মত প্রবীণ অভিনেতা, অন্যদিকে আয়ুষ্মান খুরানা, নতুন প্রজন্মের হার্ট থ্রোব, দুইয়ে ভারসাম্যে কোনও সমস্যা হয়নি!

29

না, এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন ছবির পরিচালক সুজিত সরকার। তাঁর মতে দুজনের মধ্যেই এক অদ্ভুদ ব্যালন্স কাজ করত সেটে। 

39

অমিতাভ বচ্চন অভিজ্ঞতায় প্রবীণ, কিন্তু তাঁর মন আজও তরুণ। তাই কখনই আলাদা কিছু মনে হয় না মিস্টার বচ্চনের সঙ্গে কাজ করতে। 

49

রিটেকের ক্ষেত্রে তো নয়ই। অমিতাভ বচ্চন সব সময় বুঝে ফেলতেন পরিচালকের মন। নিজেই এসে জানতে চাইতেন, আরও একবার নিতে হবে কী শর্ট। 

59

পরিচালক কিন্তু কিন্তু করলে তিনি নিজেই জানিয়ে দিতেন রিটেকের কথা। গুলাব সিতাব ছবি খুব সাধারণ দুই চরিত্রকে ঘিরে মজার ছবি।

69

যেখানে দুটি মানুষের জীবন দেখানো হয়েছে। মজার চিত্রনাট্য, লুক আর দুই অনবদ্য অভিনেতার একশো শতাংশ পরিশ্রম, সব মিলিয়ে তৈরি এই ছবি। 

79

আক্ষেপ কাজ করছে পরিচালকের মনে, সাফ কথায় জানান সুজিত, না। বর্তমানে ওয়েব প্ল্যাটফর্মে প্রচুর মানুষ রয়েছেন।

89

একটা এক্সপেরিমেন্টের মত কাজ করবে তাঁর জন্য। পাশাপাশি বক্স অফিসের কোনও সমস্যা নেই, মানুষের কাছে সারা জীবন রয়ে যাবে ছবিটি। যদিও যে কোনও ছবিই পরিচালকেরা প্রেক্ষাগৃহের কথা ভেবেই বানান। 

99

যদিও ছবি মুক্তি ঘিরে সিদ্ধান্ত ছিল প্রযোজক সংস্থার। কিন্তু ছবি মুক্তি নিয়ে কোথাও কোনও আক্ষেপ নেই, বরং দর্শকেরা কীভাবে নেন এই ছবিকে এখন তা দেখার অপেক্ষায় পরিচালক। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories