ধার নেওয়া ৭ লাখ টাকার ফ্ল্যাট থেকে, এখন কোটি টাকা মূল্যের পুরো ফ্লোরের মালিক 'শক্তি কাপুর'

বন্দিদশায় একের পর এক তারকাদের পুরোনো সিক্রেটই যেন আবার পেজ-থ্রির পাতা সরগরম করছে। যদিও গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন ডুব দিয়েছেন পুরোনো নস্ট্যালজিয়াতে।  সময় কাটাতে নিজের মতোন বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও, ছবি আজকাল খুবই ভাইরাল হচ্ছে। সম্প্রতি বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুরের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি নিজের কেরিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলেছেন। 'কুরবানি' ছবিই তার ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল। সম্প্রতি সেই ছবির ৪০ বছর পূর্ণ হল। আর কীভাবে সেই ছবির শক্তি কাপুরকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছিল তা বলে দেবে অভিনেতার অন্দরমহল।

Riya Das | Published : Aug 20, 2020 5:50 AM IST / Updated: Aug 20 2020, 11:24 AM IST
111
ধার নেওয়া ৭ লাখ টাকার ফ্ল্যাট থেকে,  এখন কোটি টাকা মূল্যের পুরো ফ্লোরের মালিক 'শক্তি কাপুর'

সম্প্রতি শক্তি কাপুরের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি নিজের কেরিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলেছেন। 

211

১৯৭৫ সালে যখন প্রথম মুম্বইয়ে এসেছিলেন তখন থাকার জায়গাও ছিল না শক্তি কাপুরের। শতাধিক ছবিতে অভিনয় করা শক্তি কাপুরই আজ এই অ্যাপার্টমেন্টের পুরো ফ্লোরের মালিক।

311


বর্তমানে মুম্বইয়ের পাচ বীচের আবাসিক কমপ্লেক্সে স্ত্রী শিবাঙ্গি এবং দুই সন্তান শ্রদ্ধা কাপুর ও সিদ্ধান্ত কাপুরের সঙ্গে থাকেন।

411


বলি অভিনেতা জিতেন্দ্রর পরামর্শে সম্পত্তির বিনিয়োগের কথা ভেবেছিলেন শক্তি কাপুর।

511

৭ লক্ষ টাকা ধার নিয়ে এই অ্যাপার্টমেন্টে একটি ৩ বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছিলেন শক্তি কাপুর।

611

তারপর ১৯৮২ সালে বিয়ের পর তিনি তার পাশের ফ্ল্যাটটি কিনেছিলেন। তারপর ১৯৮৪ সালে ওই একই তলায় তৃতীয় ফ্ল্যাটটি কিনেছিলেন। বর্তমানে এখন পুরো ফ্লোরের মালিক শক্তি কাপুর।

711


মুম্বইয়ের বিলাসবহুল এই বাড়ির অন্দরমহল বিশেষভাবে নকশা করা হয়েছে।অভিনেতার স্টাইলের মতোই তার বাড়িটিও সৌন্দর্যপূর্ণ ও আকর্ষণীয়। অ্যাপার্টমেন্টটি কোনও প্রাসাদের চেয়ে কম নয়।
 

811

শক্তি কাপুরের ফ্ল্যাটটি সাজানোর জন্য বিশেষ ধরনের আইটেমও ব্যবহার করা হয়েছে। বাড়িটির অন্দরমহলের আসবাবপত্র, পেইন্টিং, ও দারুণ সুন্দর ভাস্কর্য রয়েছে।

911

বাড়ির ড্রয়িং রুমটিতেও বিশেষ ভাবে নকশা করা হয়েছে। যা পুরো ঘরটিতে আলাদা মাত্রা যোগ করেছে।

1011

ঘরের প্রতিটি দেওয়ালে হলুদ রং করা হয়েছে। যার ঘরের অন্দরসজ্জাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

1111


শক্তি কাপুরের বাড়ি থেকে জুহু বিচের মনোরম দৃশ্যও খুব সুন্দর ভাবে উপভোগ্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos