Published : Jul 29, 2020, 06:54 PM ISTUpdated : Jul 29, 2020, 07:06 PM IST
সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম নিয়ে একাধিক মন্তব্য করেছেন তারকারা। স্টারকিডদের এক কথায় একঘরে করে রেখেছে নেটপাড়া। এমনই পরিস্থিতিতে সামেন উঠে আসে শ্রুতি হাসানের মন্তব্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে কী বলেছেন অভিনেত্রী...
অভিনেতা কামাল হাসানের মেয়ে শ্রুতি হাসান, দক্ষিণী দুনিয়ার পাশাপাশি কাঁপিয়েছে বলিউডও। তবে তাঁর নামের সঙ্গে জড়িয়ে স্টারকিডের তকমা।
28
এই নাম ভাঙিয়ে তিনি কতটা সাহায্য পেয়েছেন, সম্প্রতি নেপোটিজম নিয়ে স্টারকিডদের একাধিক তোপের শিকার হতে হচ্ছে।
38
শ্রুতি হাসানও একবার বলেছিলেন তিনি স্টারকিড, এবং এই সুবাদে ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা জায়গা হয়ে যায় বইকি।
48
কিন্তু শ্রুতি হাসান সম্প্রতি সেই তকমার মোড়ক থেকে বেরিয়ে এক ভিন্ন জীবনেরও স্বাদ নিলেন। তাঁর গানের সুবাদে লন্ডনে ছিলেন বেশ কিছুদিন।
58
সেখানে ছিল না তাঁর কোনও পরিচয়, ছিল স্টারকিড হিসেবেও তাঁর সুনাম। কেউ ভুঁয়ো প্রশংসাও করত না সেখানে।
68
আমি বরাবরই বলে এসেছে স্টারকিড হওয়াটা সুবিধের। তবে নিজের জীবনে সম্প্রতি সেই চেনা ছবিটা পাল্টে গেল।
78
সেখানে শ্রুতি বলেন আমায় কেউ চিনত না। আমার গানকে ভালোবেসে গান শোনার আবদার করত। সেটাই ভালো লাগার।
88
আমার গুণেই তাঁরা আমায় চিনেছিল, অন্য কোনও পরিচয়ে নয়। আর এই উপলব্ধিটা সম্পূর্ণ ছিল অন্য ধাঁচের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।