বাড়ি ফেরা হল না, কুপার হাসপাতাল থেকে সোজা শশ্মানঘাটের পথে সিদ্ধার্থ শুক্লার মরদেহ

Published : Sep 03, 2021, 01:29 PM ISTUpdated : Sep 03, 2021, 02:26 PM IST

কথা ছিল ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের হাতে অভিনেতার মরদেহ তুলে দেওয়া হবে। কিন্তু সেই কাজে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় এবার আর দেরি নয়। হাসপাতাল থেকে রওনা দিল সিদ্ধার্থ শুক্লার মরদেহ। 

PREV
19
বাড়ি ফেরা হল না, কুপার হাসপাতাল থেকে সোজা শশ্মানঘাটের পথে সিদ্ধার্থ শুক্লার মরদেহ

বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ মারা যান অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত্য বলে ঘোষণা করা হয়। 

29

এরপরই আসে ময়না তদন্তের প্রসঙ্গে। বৃহস্পতিবার রাতে রিপোর্ট মিলবে প্রথমে এমনটাই ছিল খবর, তবে পরবর্তীতে তা দেরি হয়। 

39

খবর সামনে আসে রিপোর্ট মিলবে শুক্রবার সকালে। আর তখনই পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। তবে তা মিটতেও বেশ দেরি হয়ে যায়। 

49

এর ফলে দেহ হাতে পেয়ে আর বাড়ি মুখো হওয়া নয়। সোজা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সিদ্ধার্থ শুক্লার মরদেহ। কুপার হাসপাতাল ঘিরে সকাল থেকেই এদিন ছিল ভিড়।

59

অভিনেতার বাড়ি ফেরা হল না। মৃত্যুর খবর সামনে আসা মাত্রই সেলেবদের ভিড় জমতে থাকে বাড়িতে। শোকবার্তা জ্ঞাপন করেন সেলেব মহল। 

69

এবার সামনে এলো সিদ্ধার্থের শেষযাত্রার ছবি। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গাড়ি, সকলের মুখে বিষন্নতার ছাপ। বড্ড তারাতারি চলেগেন তারকা। 

79

ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য হবে সিদ্ধার্থের। ১২ টা নাগাদই রওনা হয় সকলে। চোখের জলে ভাসছে সকলে। ঘরের ছেলে আর ফিরল না ঘরে। 

89

বলিউডের ভাইরাল হওয়া লাভস্টোরি অসম্পূর্ণই থেকে গেল। মেনে নিতে পারছেন না শেহনাজ গিল। তাঁর পাশে রয়েছে তাঁর ভাই। 

99

বর্তমানে শ্মশানঘাটে উপচে পড়া ভিড়। বহু সেলিব্রিটির জমায়েত হয়েছে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। এসেছেন শেহনাজ গিল, সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। 

click me!

Recommended Stories