Published : Sep 03, 2021, 01:29 PM ISTUpdated : Sep 03, 2021, 02:26 PM IST
কথা ছিল ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের হাতে অভিনেতার মরদেহ তুলে দেওয়া হবে। কিন্তু সেই কাজে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় এবার আর দেরি নয়। হাসপাতাল থেকে রওনা দিল সিদ্ধার্থ শুক্লার মরদেহ।
ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য হবে সিদ্ধার্থের। ১২ টা নাগাদই রওনা হয় সকলে। চোখের জলে ভাসছে সকলে। ঘরের ছেলে আর ফিরল না ঘরে।
89
বলিউডের ভাইরাল হওয়া লাভস্টোরি অসম্পূর্ণই থেকে গেল। মেনে নিতে পারছেন না শেহনাজ গিল। তাঁর পাশে রয়েছে তাঁর ভাই।
99
বর্তমানে শ্মশানঘাটে উপচে পড়া ভিড়। বহু সেলিব্রিটির জমায়েত হয়েছে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। এসেছেন শেহনাজ গিল, সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।