Published : Jun 02, 2022, 12:43 PM ISTUpdated : Jun 02, 2022, 01:12 PM IST
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেকে-র শেষকৃত্যের প্রস্তুতি। ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেসে করেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে। কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে সঙ্গীতশিল্পী হরিহরণ তার বাড়িতে পৌঁছেছেন। মুখে মাস্ক পরা থাকলেই চোখেমুখে বিষাদ যেন স্পষ্ট ফুটে উঠেছিল। আরও একটু পর থেকেই শুরু হবে শেষকৃত্যের কাজ। ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা, তেমনটাই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র। এই শশ্মানেই তার মায়েরও শেষকৃত্য হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই সবটা শেষ। এক মুহূর্তের মধ্যে যেন সবটা ওলটপালট করে চিরঘুমের দেশে চলে গেলেন কেকে।
বলিউডের স্বনামধন্য গায়ক কেকে- যে কতটা লম্বা রেসের ঘোড়া তা শেষ দিন কলকাতার লাইভ পারফরমেন্সেই সকলকে বুঝিয়ে দিয়ে গেলেন। প্রেম-ভালবাসা-বিচ্ছেদ-বিরহে যার গান ছাড়া পরিপূর্ণ হয় না সেই মানুষটা আর নেই। তবে শুধু নেই বললে ভুল হবে কিছু মানুষের গাফিলতির জেরেই চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। তবে তিনি চলে গেলেও সারা জীবন সবার মনে অমলিন হয়ে থাকবে কার স্মৃতি
213
মুম্বইয়ের পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন কেকে। এখন সেখানেই শায়িত রয়েছে কেকে-র নিথর দেহ। ইতিমধ্যেই পার্ক প্লাজার সামনে উপচে পড়ছে ভিড়। আজ সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিক হয়েছিলেন গায়ক অভিজিৎ।
313
শেষবারের মতো প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতেই জড়ো হয়েছেন মুম্বইয়ের মানুষ। ইতিমধ্যেই প্রিয় লেজেন্ডকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে পৌঁছে গেছেন।বৃহস্পতিবার বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র। এই শশ্মানেই তার মায়েরও শেষকৃত্য হয়েছিল।
413
আর কিছুক্ষণের মধ্যেই সবটা শেষ। এক মুহূর্তের মধ্যে যেন সবটা ওলটপালট করে চিরঘুমের দেশে চলে গেলেন কেকে। বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মেয়ে তামারা। সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে বাবাকে স্মরণ করেছে মেয়ে। তামারার পোস্টে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ভক্তরা। বাবার শেষকৃত্যের কথা জানিয়ে তামারা লিখেছেন, তোমাকে সবসময় ভালবাসব বাবা।
513
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কেকে-র শেষকৃত্যের প্রস্তুতি। ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেসে করেই তার মরদেহ নিয়ে যাওয়া হবে। বেলা ১ টার সময়েই মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য হবে কেকে-র।
613
কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে সঙ্গীতশিল্পী হরিহরণ তার বাড়িতে পৌঁছেছেন। মুখে মাস্ক পরা থাকলেই চোখেমুখে বিষাদ যেন স্পষ্ট ফুটে উঠেছিল। আরও একটু পর থেকেই শুরু হবে শেষকৃত্যের কাজ। ভারসোভার মুক্তিধাম শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা, তেমনটাই শোনা যাচ্ছে।
713
না ফেরার দেশে চিরকালের মতো চলে গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। গায়ক কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন শ্রেয়া ঘোষাল, ও অলকা ইয়াগনিক। সাদা পোশাকে দেখা গিয়েছে তাদেরকে।
813
তার আকস্মিক মৃত্যুর খবরে কেঁপে উঠেছেন সকলে। বলিউড থেকে দক্ষিণ সব ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা কেকে-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। গায়কের গানের টানেই যেন উপচে পড়েছিল ভিড়। তবে কলকাতায় গান গাওয়া যে জীবনের শেষ গান হবে তা মনে হয় কেউ ভাবতে পারেননি। প্রিয় বন্ধুকে হারিয়ে গভীর শোকাহত সেলিম মার্চেন্ট। শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন সেলিম।
913
কেকে-র শেষ যাত্রায় স্বামী কবির খানের সঙ্গে এসেছিলেন মিনি মাথুর।। কবীর খান পরিচালিত ছবি বজরঙ্গি ভাইজানের জন্য একটি গান গেয়েছিলেন কেকে। গাড়ির ভিতরে দেখা গিয়েছে কবীর খান ও মিনি মাথুরকে।
1013
কেকে-র শেষযাত্রায় উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক জাভেদ আলি। প্রিয়জনকে শেষবিদায় জানাতে এসেছিলেন জাভেদ। চোখে- মুখে ফুটে উঠেছে কষ্টের চাপ। চিরদিনের মতো কেকে-কে আলবিদা জানালেন জাভেদ।
কেকে-র লাইভ কনসার্টে যতটা জমায়েত হওয়ার কথা ছিল তার চেয়ে দ্বিগুণেরও অনেক বেশি জমায়েতই কি মৃত্যুর কারণ হল কেকে-র। গায়কের মৃত্যুতে একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে। এবার নিউ মার্কেট থানায় এফআইএর দায়ের করল কেকে-র পরিবার। পরিবারের পক্ষ থেকে এফআইএর দায়ের করার পরই জোরদার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ।
1313
কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা এবং ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ। এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।