পরণে ছোট্ট শর্টস, স্বল্প পোশাকে শাশুড়ি শর্মিলার সঙ্গে প্রথম সাক্ষাৎ, কী পরিণতি হয়েছিল কুণালের

গতকাল অর্থাৎ ২৫ মে ৩৮-শে পা দিলেন বলি অভিনেতা কুণাল খেমু। বলিউডের অভিনেতার পাশপাশি তিনি পতৌদির জামাই। শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খানের সঙ্গে ২০০৯ সালে প্রেম। দীর্ঘ ৬ বছর প্রেমের পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন কুণাল ও সোহা।  সম্প্রতি পুরোনো সাক্ষাৎকারে  সোহা আলি খান জানিয়েছিলেন,  মা শর্মিলার সঙ্গে কুণালের প্রথম সাক্ষাতের কথা। যা শুনলে অবাক হবেন।

Riya Das | Published : May 26, 2021 6:22 AM IST
18
পরণে ছোট্ট শর্টস, স্বল্প পোশাকে শাশুড়ি শর্মিলার সঙ্গে প্রথম সাক্ষাৎ, কী পরিণতি হয়েছিল কুণালের


শাশুড়ি মা হিসেবে কেমন শর্মিলা ঠাকুর,  কেমনই বা সম্পর্ক কুণালের সঙ্গে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

28

শর্মিলা কন্যা সোহা আলি খানের সঙ্গে ২০০৯ সালে প্রেম। দীর্ঘ ৬ বছর প্রেমের পর ২০১৫ সালে সাতপাকে বাঁধা পড়েন কুণাল ও সোহা।
  

38

সম্প্রতি পুরোনো সাক্ষাৎকারে  সোহা আলি খান জানিয়েছিলেন,  মা শর্মিলার সঙ্গে কুণালের প্রথম সাক্ষাতের কথা। 

48


মেয়ে সোহার অনুরোধেই কুণালের সঙ্গে আলাপচারিতায় রাজি হয়েছিলেন শর্মিলা। মেয়ের কথা রাখতেই কুণালের ছবির শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর।

58

ছবির অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন কুণাল খেমু। অভিনেতা সেই সময় শটের প্রস্তুতি সারছিলেন। এবং সেই সময় স্রেফ তোয়ালে এবং ছোট্ট শর্টস পরে ছিলেন কুণাল।
 

68

স্বল্প পোশাক পরেই শাশুড়ির মুখোমুখি পড়ে যান কুণাল। সেই অবস্থাতেই প্রথম আলাপে কুণালকে বেশ মনে ধরে শর্মিলা।

78

শর্মিলার সঙ্গে কুণালের যে সম্পর্ক  ভাল তা প্রথম দিন থেকেই বজায় রেখেছেন দুজনে।  সাক্ষাৎকারে জানিয়েছেন সোহা আলি খান।

88

তবে শুধু শর্মিলাই নন, দাদা সইফের সঙ্গে দারুণ সম্পর্ক কুণালের। এছাড়া করিনা কাপুর খানের সঙ্গেই ভাল সম্পর্ক কুণালের।

Share this Photo Gallery
click me!

Latest Videos