সুশান্তের ডাইরি, বিহার পুলিশের হাতে আসতেই আবিষ্কার একাধিক পাতা ছিঁড়ে ফেলা হয়েছে

Published : Aug 07, 2020, 01:34 PM ISTUpdated : Aug 07, 2020, 02:02 PM IST

সুশান্ত সিং রাজপুত, যাঁর জীবন বাইরে থেকে দেখে মনে হত বেশ গোছানো, পড়াশুনা নিয়ে কথা বলা থেকে শুরু করে বইয়ের চর্চা, ডাইরি লেখা, সব ভালো গুণই ছিল তাঁর। ফলে এমন মানুষের আত্মহত্যার সিদ্ধান্ত মেনে নেওয়া এক কথায় পরিবারের কাছে অসম্ভব, এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য এলো সামনে। 

PREV
18
সুশান্তের ডাইরি, বিহার পুলিশের হাতে আসতেই আবিষ্কার একাধিক পাতা ছিঁড়ে ফেলা হয়েছে

আগামী পাঁচ বছরে ঠিক কী কী করতে চেলেছেন সুশান্ত সিং রাজপুত, তাও স্থির করে রেখেছিলেন তিনি। ডাইরি লেখা তাঁর অভ্যাস। 

28

ফলে যে মানুষ নিত্য ডাইরি লিখতেই, তাঁর প্রয়াণে প্রতিটা পাতাই যেন এক জীবন্ত প্রমাণ, মানসিক পরিস্থিতি থেকে শুরু করে পারিপার্শ্বিক পরিস্থিতি। 

38

সেই কারণেই মুম্বই পুলিশে সুশান্তের যাবতীয় ডাইরি নিয়ে গিয়েছিল তদন্তের জন্য। কিন্তু তা বিহার পুলিশের হাতে আসতেই মিলল অদ্ভূত তথ্য। 

48

অঙ্কিতা লোখানণ্ডে দাবি করে, সেই ডাইরির মাঝখান থেকে একাধিক পাতা ছিঁড়ে ফেলা হয়েছে। যা প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারত। 

58

প্রথম থেকেই সুশান্তের পরিবার মুম্বই পুলিশের ওপর থেকে আস্থা হারিয়েছিল। তাঁদের ধারনা কেউ বা কারা রিয়াকে সাহায্য করছে। 

68

এরপরই বিস্তারিত তথ্য জানিয়ে বিহার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সুশযান্তের বাবা। যার ভিত্তিতেই তদন্তে নামে বিহার পুলিশ। 

78

সেখান থেকেই মুম্বই পুলিশ সুশান্তের কিছু ডাইরি পাঠিয়েছে বিহারে। যা দেখে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই একাধিক পাতা ডাইরির মাঝখান থেকে কীভাবে উধাও হল উত্তর খুঁজছে পুলিশ। 

88

সুশান্তের মৃত্যু তদন্তে কোন তথ্য গোপনের চেষ্টা করছে সকলে, তা খুঁজে আনার ভার এবার সিবিআইয়ের হাতে। তাই বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখছে পরিবার। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories