দেখতে ভালো থাকতে হবে। তার সঙ্গে ঠিক রাখতে হবে চেহারা। আর সেই কারণে অতিরিক্ত ক্যালোরি জাতীয় খাবার এড়িয়ে চলেন তারকারা। কিন্তু, সপ্তাহে অন্তত একদিন তাঁরা সেই সব ডায়েটের ধার ধারেন না। ক্যাটরিনা একজন মিষ্টি প্রেমী। মিষ্টি খেতে তিনি খুবই ভালোবাসেন। আর তাওর সবচেয়ে পছন্দের খাবার হল আইসক্রিম আর দারচিনির রোল।