'ছবির প্রচারে কফিতে গাঁজা মিশিয়ে খাচ্ছেন সলমন সোনম', ভাইরাল ভিডিওতে জল্পনা

বলিউড ধীরে ধীরে ফাঁসছে মাদকচক্রে। ড্রাগের নেশায় আসক্ত থাকে একাধিক অভিনেতা অভিনেত্রীরা। করণ জোহার থেকে শুরু করে বড়ো তারকাদের স্ত্রীয়েরা আয়োজন করে ড্রাগ পার্টির। এমনই নানা অভিযোগ উঠে আসছে কঙ্গনা রনাওয়াত সহ ইন্ডাস্ট্রিতে কাজ করা কিছু টেকনিশিয়ানদের থেকে। অভিনেত্রী সারা আলি খান এবং রাকুল প্রীত সিংয়ের নামও জড়িয়েছে মাদক নেশার কাহিনিতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত থেকে শুরু করে রিয়া চক্রবর্তীর নাম উঠে আসা অবধি সব ঠিকই ছিল। হঠাৎ মাদক বিষয়টি ঢুকতেই ফাঁসছে বড়ো বড়ো তারকারা। 

 

 

Adrika Das | Published : Sep 14, 2020 8:32 PM
18
'ছবির প্রচারে কফিতে গাঁজা মিশিয়ে খাচ্ছেন সলমন সোনম', ভাইরাল ভিডিওতে জল্পনা

এমনই অভিযোগ এবার উঠল সলমন খান এবং সোনম কাপুরের বিরুদ্ধে। মাদক, গাঁজা, মদই সবকিছুর সেবনই নাকি চলে তাঁদের।

28

দু'জনের পুরনো একটি ভিডিও ভাইরাল হতেই উঠল নানা অভিযোগ। প্রেম রতন ধন পায়ো ছবির প্রচার চলছিল সেই সময়। 

38

প্রচারের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সলমন, সোনম সহ পরিচালক সুরজ বরজাতিয়া। 

 

48

সেখানে সোনম এবং সলমনকে একই কফি মাগ থেকে চুমুক নিতে দেখা যায়। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল। 

58

ভিডিও দেখে নেটিজেনের দাবি, কফির সঙ্গে গাঁজা কিংবা ভিন্ন ধরণের কোনও মাদক মিশিয়ে খাচ্ছেন তাঁরা। 

68

অনেকে তাঁদের বিরুদ্ধে এও বলেছে, কফি মাগে কফি নেওয়ার বাহানায় মদ্যপান করছেন সোনম এবং সলমন।

78

গুটি কতক ফিল্ম টেকনিশয়ানের কথায়, একাধিক অভিনেতা অভিনেত্রীরা নাকি মাদক সেবন না করে কাজই শুরু করতে পারেন না।

88

তাই ছবির প্রচারে এসেও কি তারকাদের নেশার প্রয়োজন হয়। প্রশ্ন নেটবাসীদের। সোনম এবং সলমনের এই ভিডিও এখন জল্পনা তুমূল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos