দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা

Published : Mar 19, 2021, 11:02 AM IST

দীপিকা পাড়ুকোন ও সোনাম কাপুর কখনই ভালো বন্ধু ছিলেন না। তাঁরা একে অন্যকে নিয়ে যে খুব একটা ভালো মন্তব্য করবেন না তা স্পষ্টই ছিল। তবে কফি উইফ করণে তাঁদের একই সঙ্গে আসতে দেখা যায় একবার। 

PREV
19
দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা

সোনাম কাপুর মানেই বলিউডের ফ্যাশন আইকন। যাঁর ফ্যাশনের সেন্স গোটা বিশ্ব জুড়ে খ্যাতনামা। 

29

সেই সেলেবের মুখেই দীপিকার চর্চা। সোনাম ও দীপিকা কোনও দিনই ভালো বন্ধু ছিলেন না। 

39

তাঁরা একে অন্যকে কটাক্ষ করেই বরাবর বিটাউনে ঝড় তুলেছেন। তাই সোনামের নিশানাতে যে দীপিকা থাকবে সেটাই স্বাভাবিক। 

49

একবার সোনাম কাপুরকে দীপিকার পোশাক নিয়ে প্রশ্ন করা হয়। তবে অবাক করে এদিন উল্টো উত্তর দিয়ে বসেন সোনাম। 

59

তার কথায় দীপিকার পার্ফেক্ট বডি রয়েছে। তাই তাঁর ভেবে চিন্তে পোশাক পরা উচিৎ। 

 

69

দীপিকার ফিগার শো করা নিয়ে তিনি বলেন, দীপিকার এমন পোশাক পরা উচিত যাতে শরীরের বেশিরভাগ অংশটাই উন্মুক্ত থাকে। 

79

কারণ তাঁকে এই ধরনের পোশাক মানায়, তাঁর পার্ফেক্ট ফিগারের জন্য। দীপিকা যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি। 

89

পিকু অভিনেত্রী বেশিরভাগ সময়ই নিজেকে খোলামেলা পোশাকে রাখতে পছন্দ করেন না। খুব একটা খোলামেলা পোশাকে ক্যামেরার বাইরে তাঁকে পাওয়া যায় না। 

99

সেই প্রসঙ্গ টেনেই এমন উপদেশ দিয়েছিলেন সোনাম কাপুর। যা শুনে বেজায় অবাক হয়েছিল ভক্তমহল। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories