দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা

দীপিকা পাড়ুকোন ও সোনাম কাপুর কখনই ভালো বন্ধু ছিলেন না। তাঁরা একে অন্যকে নিয়ে যে খুব একটা ভালো মন্তব্য করবেন না তা স্পষ্টই ছিল। তবে কফি উইফ করণে তাঁদের একই সঙ্গে আসতে দেখা যায় একবার। 

Jayita Chandra | Published : Mar 19, 2021 11:02 AM
19
দীপিকার ফিগার দেখানো নিয়ে বিস্ফোরক সোনাম, কী ধরনের পোশাক পরা উচিত, বাতলালেন অনিলকন্যা

সোনাম কাপুর মানেই বলিউডের ফ্যাশন আইকন। যাঁর ফ্যাশনের সেন্স গোটা বিশ্ব জুড়ে খ্যাতনামা। 

29

সেই সেলেবের মুখেই দীপিকার চর্চা। সোনাম ও দীপিকা কোনও দিনই ভালো বন্ধু ছিলেন না। 

39

তাঁরা একে অন্যকে কটাক্ষ করেই বরাবর বিটাউনে ঝড় তুলেছেন। তাই সোনামের নিশানাতে যে দীপিকা থাকবে সেটাই স্বাভাবিক। 

49

একবার সোনাম কাপুরকে দীপিকার পোশাক নিয়ে প্রশ্ন করা হয়। তবে অবাক করে এদিন উল্টো উত্তর দিয়ে বসেন সোনাম। 

59

তার কথায় দীপিকার পার্ফেক্ট বডি রয়েছে। তাই তাঁর ভেবে চিন্তে পোশাক পরা উচিৎ। 

 

69

দীপিকার ফিগার শো করা নিয়ে তিনি বলেন, দীপিকার এমন পোশাক পরা উচিত যাতে শরীরের বেশিরভাগ অংশটাই উন্মুক্ত থাকে। 

79

কারণ তাঁকে এই ধরনের পোশাক মানায়, তাঁর পার্ফেক্ট ফিগারের জন্য। দীপিকা যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি। 

89

পিকু অভিনেত্রী বেশিরভাগ সময়ই নিজেকে খোলামেলা পোশাকে রাখতে পছন্দ করেন না। খুব একটা খোলামেলা পোশাকে ক্যামেরার বাইরে তাঁকে পাওয়া যায় না। 

99

সেই প্রসঙ্গ টেনেই এমন উপদেশ দিয়েছিলেন সোনাম কাপুর। যা শুনে বেজায় অবাক হয়েছিল ভক্তমহল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos