২৪ ফেব্রুয়ারি। সকল সিনেমাপ্রেমীর মনেই এই দিনটি স্বর্ণাক্ষরে গেথে থাকবে আজীবন। দেখতে দেখতে ৩ পাড়। বলিউডের এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবী আজকের দিনেই বাথটবে ডুবে মারা গিয়েছিলেন। অভিনেত্রীর মৃত্যুটা যেন বড্ডই আকস্মিক।শ্রী না থাকলেও শুধু পড়ে রয়েছে অমলিন স্মৃতি। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা হোক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, সর্বদাই বির্তকের শিরোনামে রয়েছেন শ্রীদেবী। জানেন কি এই অভিনেত্রীর জন্যই সংসার-সন্তানের সুখ মুহূর্তে ধ্বংস হয়েছিল বনি কাপুরের প্রথম স্ত্রী ও অর্জুন কাপুরের মা মোনার।