মাঝে মধ্যেই মাথা ঘুরে পড়ে যেতেন শ্রীদেবী, রক্তচাপ কমই কী তবে মৃত্যুর কারণ

অকালেই চলে গিয়েছিলেন শ্রীদেবী। মুহূর্তে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। সুস্থই তো ছিলেন, কীভাবে মৃত্যু ঘটল  অভিনেত্রী। মুহূর্তে জল্পনা ছড়িয়েছিল বলি-পাড়ায়। একের পর এক তথ্য উঠে এসেছে সামনে। এবার এল স্বাস্থ্য সম্পর্কে নয়া তথ্য।

Jayita Chandra | Published : Apr 6, 2020 1:46 PM IST

110
মাঝে মধ্যেই মাথা ঘুরে পড়ে যেতেন শ্রীদেবী, রক্তচাপ কমই কী তবে মৃত্যুর কারণ
আকষ্মিক খবর পাওয়া সকলকে ছেড়ে চলেগিয়েছেন শ্রীদেবী। তাঁর মৃত্যু মেনে নিতে পারেনি গোটা ভারত।
210
দিনটা ছিল ২৭ ফেব্রুয়ারি ২০১৮। দুবাইতে ছিলেন অভিনেত্রী। বাথটবে পাওয়া যায় তাঁর মৃতদেহ।
310
সেখান থেকেই শুরু জল্পনা। একের পর এক ছবি তখন শ্রীদেবীর হাতে। মুক্তি পাওয়ার মুখে মম ছবিও। এমন পরিস্থিতিতে এ কী দুঃসংবাদ।
410
অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনেত্রীর পরিবারের দিকে। তবে বনি কাপুরেরই চক্রান্ত। শুরু হয়েছিল মামলাও।
510
তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। অভিনেত্রীর মৃত্যুর জন্য কেউ দায়ী নন, তা জানিয়েও দেওয়া হয়। একাধিক জেরার মুখেও পড়েন বনি।
610
কেটে গিয়েছে দুটি বছর। এবার শ্রীদেবী সম্পর্কে উঠে এল এক নয়া তথ্য। তিনি বরাবরই ডায়েট নিয়ে খুব সচেতন ছিলেন। খেতেন খুবই কম।
710
মাঝে মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যেতেন। রক্তচাপ কম ছিল অভিনেত্রীর। এই কারণেই কী মৃত্যু ঘটেছে অভিনেত্রীর, তা ঘিরে শুরু নয়া জল্পনা।
810
চালবাজ ছবির পরিচালক পঙ্কজও এই তথ্য জানিয়েছেন। তাঁর মতেমাঝে মধ্যে অজ্ঞান পড়তেন শ্রীদেবী। রক্তচাপ কম থাকার কারণেই এমন হত জানিয়ে ছিলেন শ্রীদেবীর ডাক্তারই।
910
এমন কী শ্রীদেবী ঘরের মধ্য়েই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন একবার। বনি কাপুর নিজেই জানিয়েছেন এই কথা।
1010
আজও শ্রীদেবীর মৃত্যু অনেকের কাছেই ধোঁয়াশা। আজও ভক্ত থেকে তারকারা মেনে নিতে পারেনি শ্রীদেবীর মৃত্যু।
Share this Photo Gallery
click me!
Recommended Photos