আইপিএলের ফাঁকেই উষ্ণতা ছড়াচ্ছে শাহরুখ কন্যা, দুবাই সৈকতে ভাইরাল সুহানা

সুহানা খান, শাহরুখ কন্যা মানেই স্পটলাইট। জন্মলগ্ন থেকেই স্টারকিডরা থাকেন সার্ভে লেন্সের আওতায়। বর্তমানে সুহানা নিজেই এখন স্টার। ইতিমধ্যেই তিনি নাম লিখিয়েছেন স্টারের তালিকাতে। ভোগের কভার পাতাতেও জায়গা করে নিয়েছে সুহানা। ফলে সুহানার পোস্ট মানে যে তা মুহূর্তে নেট দুনিয়ার নজর কাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

Jayita Chandra | Published : Oct 21, 2020 6:47 AM IST / Updated: Oct 21 2020, 12:26 PM IST
18
আইপিএলের ফাঁকেই উষ্ণতা ছড়াচ্ছে শাহরুখ কন্যা, দুবাই সৈকতে ভাইরাল সুহানা

সুহানা এখন দুবাইতে, এই খবর সকলেরই জানা। শাহরুখ খান পরিবারের সকলকে নিয়েই এবার উপভোগ করছেন নাইট রাইডারের খেলা। 

28

সেখানেই গ্যালারিতে একাধিকবার নানা পোজে দেখা গিয়েছে আরিয়ান ও সুহানাকে। কেন আরিয়ানের মুখে মাস্ক নেই তা নিয়েও সৃষ্টি হয়েছিল বিতর্ক। 

38

এমনই পরিস্থিতিতে সকলের আলাদা করে নজর কাড়লেন সুহানা খান। দুবাইয়ের সৈকতে তিনি উষ্ণতা ছড়াছেন এখন হট পোজে। 

48

সম্প্রতি সামনে আসে সুহানা খানের বেশ কিছু ছবি। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। কোভিড পরিস্থিতিই দুবাই ভ্রমণ। 

58

খোস মেজাজেই ধরা দিলেন সুহানা খান। তবে এবারও মুখে কিংবা হাতে থাকল না মাস্ক। যা ইতিমধ্যেই নজরে এসেছে অনেকের। 

68

পাশাপাশি সুহানা খানের এই হট মুভ পোস্ট আরও একবার প্রমাণ করল যে তিনি তৈরি বলিউডে পা রাখার জন্য। যদিও সেই নিয়ে কোনও খবর এখনও সামনে আসেনি। 

78

ইতিমধ্যেই সুহানার অভিনয় সকলের নজর কেড়েছে অনেকেই। তাঁর শর্টফিল্ম নেট দুনিয়ায় ফাঁস হতেই সবাই দেখেছিল তাঁর অভিনয়গুণ। 

88

তাই এবার ভক্তরা অপেক্ষায় কবে সুহানাকে পর্দায় দেখতেন সকলে। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি শাহরুখ খান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos