তিনি বরাবরই সাহসী, গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি সাবলীল। তাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তিনি হলেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা।
38
এখনও পর্যন্ত এই প্রজন্মের নায়িকাদের টক্করেও অনেকটাইএগিয়ে রেখা। বলি আইকনের ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী।
48
জনপ্রিয় ম্যাগাজিনের ফোটোশুটেই শরীরী আবেদনে ঝড় তুলেছিলেন রেখা ও কাজল। আজও সেই ছবি জনপ্রিয়তায় তুঙ্গে।
58
ঘনিষ্ঠ আলিঙ্গনে এক সোয়েটারের মধ্যে একে অপরের সঙ্গে পোজ দিয়ে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বলিউডের দুই ডিভা।
68
নব্বইয়ের দশকে সাহসী অবতারে উষ্ণতা জাগালেও তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বলিউডের এই দুই নায়িকাকে।
বলিউডের উমরাওজানের ব্যক্তিগত জীবনটাও ছিল চলচ্চিত্র জীবনের মতোই ঝা চকচকে । নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সবসময়েই সচেতন ছিলেন এই অভিনেত্রী। আজও অমলিন তার ম্যাজিক।