শাহরুখ কন্যা সুহানাকে নিয়ে প্রতিনিয়তই যেন চর্চা হয়েই চলেছে। বলিউডের কিং খানের থেকেও যেন কমসময়ে ভাইরাল হয়েছেন কার কন্যা সুহানা। নিজের একের পর এক ছবি পোস্ট করে রাতারাতি লাইমলাইটের শীর্ষে চলে এসেছে এই স্টারকিড। গায়ের রং কালো বলে ছোটবেলা থেকেই কটাক্ষের মুখে পড়েছেন সুহান। এবার বর্ণ বিদ্বেষ নিয়ে সরব হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।