মোটা টাকা নিয়ে কথা রাখলেন না সানি, বাধ্য হয়ে পুলিশের দরজায় হাজির ব্যক্তি, ঠিক কী ঘটেছিল

সম্প্রতি কোচিতে ছুটি কাটাতকে গিয়েছিলেন সানি লিওন। আর সেখানে যেতেই পুলিশের খপ্পরে পড়তে হল অভিনেত্রীকে। নিয়েছেন মোট টাকা কিন্তু রাখেননি প্রতিশ্রুতি। অভিষোগ দায়ের হতেই জেরার মুখে বলিউড বেবিডল। 

Jayita Chandra | Published : Feb 7, 2021 3:03 AM IST
110
মোটা টাকা নিয়ে কথা রাখলেন না সানি, বাধ্য হয়ে পুলিশের দরজায় হাজির ব্যক্তি, ঠিক কী ঘটেছিল

সম্প্রতি কচিতে ছুটি কাটাতে গিয়েছিলেন সানি লিওন। সেখানে কি নয়া বিপাকে পড়তে হয় বলিউডের হট বিভাকে।

210

ট্রিপে গেলেও যথাসময়ে হাজির দেননি সানি। অথচ সেই মর্মে নিয়েছিলেন মোটা টাকা। কথার খিলাফ হতেই পুলিশের দ্বারস্থ ব্যক্তি।

310

ঠিক কী ঘটেছিল, কচিতে পরপর দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সানির। এইজন্য নিয়েছিলেন 29 লক্ষ টাকা।

410

কিন্তু যথাসময়ে সানি অনুষ্ঠানে হাজির হননি। তাতে কি রীতিমতো  মেজাজ হারায় আয়োজকেরা।

510

সরাসরি পুলিশের দ্বারস্থ হন তারা। জানেন সানি লিওন কথা রাখেনি, তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। 

610

তবে ঘনিষ্ঠ সূত্রে খবর আসে উল্টো। সানি 29 লক্ষ নয় 12 লক্ষ টাকা নিয়েছিলেন। শুধু তাই নয় বারবার পাল্টাচ্ছিল সিডিউল।

710

মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।

810

মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।

910

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos